মাওবাদী প্রবেশ নিয়ে পুলিশকে আরও কড়া হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দফতরকে সতর্ক করে মাওবাদী প্রবেশ নিয়ে পুলিশকে আরও কড়া হতে নির্দেশ দেন । সেই সঙ্গে সীমানা সিল করে নাকা চেকিং-এ গুরুত্ব দিতে বলেন তিনি।সম্প্রতি লালগড়ে শবর মৃত্যু নিয়ে সোমবারের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিডিও থেকে মহকুমা শাসক ও জেলা শাসকদের সতর্ক করেন। তাদের কাজকর্মের ক্ষতিয়ান দেখে বেশ কয়েকজনের ঢিলেমীর জন্য বকাঝকাও করেছেন। সেই সঙ্গে রেশনের সামগ্রীর সমবন্টন হচ্ছে কিনা তা নিয়মিত চেকিং এর নির্দেশও দেন। এরপরেই উঠে আসে ঝাড়খন্ড ও ওড়িশা সীমানা দিয়ে মাওবাদী প্রবেশের প্রসঙ্গ। বৈঠকে উপস্থিত রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র সিং সহ সকলকে তিনি বলেন, ঝাড়খণ্ডের বর্ডার থেকে মাঝেমধ্যে মাওবাদীরা এ রাজ্যে আসছে।

মাওবাদী বলে কিছু নেই, এসব ঝাড়খন্ড থেকে আমদানি করছে গেরুয়ারা। তাই সীমানা সীল করে বিভিন্ন এলাকায় নাকা চেকিং করতে হবে।’একই সঙ্গে অবৈধ বালি খাদান বন্ধ করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। জেলার ভুমি সংস্কার দপ্তরের আধিকারিকের সতর্ক করে তিনি বলেন,’অবৈধ বালি খাদানের কারনে সব দিক থেকে ক্ষতি হচ্ছে। সরকারের কোন রাজস্ব আসছে না, অথচ সরকারের বদনাম হচ্ছে। তাই ওগুলি যতদ্রুত সম্ভব বন্ধ করুন।’ উপস্থিত প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের তিনি বলেন,’জঙ্গলমহলে চাহিদার থেকে অনেক কিছু বেশি দেওয়া হয়েছে। তাই জঙ্গলমহলে দেওয়ার আর কিছু নেই। এখন শুধু মানুষের কাছে যেতে হবে মানুষকে বোঝাতে হবে। যে মানুষ ভুল বুঝেছে, তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, সম্পর্কের উন্নতি ঘটাতে হবে।’পরে জঙ্গলমহলে হাতি সমস্যা নিয়েও বনদফতরকে এক হাত নেন তিনি। মুখ্যমন্ত্রী বনাধিকারিকদের প্রশ্ন করেন,’হাতির হানায় কেন প্রতি বছর এত লোকের মৃত্যু হচ্ছে? হাতি তাড়ানোর ক্ষেত্রে এখনও কেন কোন মজবুত রাস্তা বের করতে পারছে না বনদফতর? অবিলম্বে মানুষকে হাতি থেকে নিরাপদে রাখার ব্যাবস্থা করুন।’

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

3 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

3 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

3 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

3 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

3 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: