সুন্দরবন সাংবাদিক ক্লাবের মানববন্ধন ও সমাবেশ থেকে সাংবাদিক কার্যালয় ও প্রাণকেন্দ্র লুটকারীর শাস্তি ও ক্ষতিপুরণ দাবি

পিযুষ বাউলিয়া পিন্টু মুন্সীগঞ্জ, শ্যামনগর: দেশ টিভি- বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি’র সাংবাদিক কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ লুটের প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সাংবাদিক ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় মুন্সিগঞ্জ বাসস্টান্ডে সুন্দরবন সাংবাদিক ক্লাব এ মানববন্ধন সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ, লিডার্স এর ভারপ্রাপ্ত পরিচালক অসিত মন্ডল, সুন্দরবন সাংবাদিক ক্লাবের উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম, রিলিপ ইন্টার ন্যাশনাল প্রতিনিধি দীপংকর বিশ্বাস, সামস্ এর প্রোগ্রাম অফিসার সঞ্জয় মাঝী, সাংস্কৃতিক কর্মী মো: জাহাঙ্গীর হোসেন, ত্রিদীপ সরদার, দীপংকর সরদার, মুন্সিগঞ্জ ইউপি সদস্য সিরাজুল ইসলাম, এছাড়াও জিএম ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল্যা আল মামুন, দীপক মিস্ত্রী, আশিকুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন সাংবাদিক ক্লাবের সভাপতি আয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পিযুষ বাউলিয়া পিন্টু।

সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম কার্যালয়ে যারা হামলা ও লুট করে তারা মানবতার দুশমন। সাংবাদিক কার্যালয়ে হামলা ও লুটের ধৃষ্টতা দেখানোর ঘটনা এটি একটি দুঃসাহস। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে। দশ দিন পেরিয়ে গেলেও দোষী সন্ত্রাসীরা শাস্তির আওতায় না আসায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। চিহ্নিত একটি সোনাচোরাকারবারী ও মৌলবাদের মোড়ল সাংবাদিক কার্যালয়ে লুট করে পার পেয়ে যাবে ব্যাপারটা এতোটা সহজ নয়। সোনাচোরাকারবারী কতৃক এ লুটের প্রতিবাদে চলমান আন্দোলন সর্বত্র ছড়িয়ে দেয়ার ব্যাপারে অঙ্গীকার করেন সকল সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য গত ২০ নভেম্বর মঙ্গলবার সাতক্ষীরার বনানী মার্কেটে অবস্থিত সাতক্ষীরায় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘প্রাণকেন্দ্র’ ও দেশ টিভি- বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমনের কার্যালয়টি তালাবদ্ধ থাকা অবস্থায় ভেঙে লুট করে নিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা। বিনা কারণে এধরনের ঘটনা ঘটার প্রতিবাদে সাতক্ষীরার সাংবাদিকরা ও সাংস্কৃতিক সংগঠকরা এর প্রতিবাদে নেমে পড়ে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সোনাচোরাকারবারির সাথে কোন সাংবাদিক আপোষ করতে পারে না। প্রশাসন এ সোনা চোরকারবারীর বিরুদ্ধে দ্রুত শাস্তিমুলক ব্যবস্থা ও ক্ষতিপুরণ না করে তবে সাংবাদিকদের এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

প্রসঙ্গত বিডি নিউজ, দেশ টিভি প্রতিনিধি’র ব্যক্তিগত কার্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রাণকেন্দ্র ভাংচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। ভবনের কক্ষটি ভাড়া প্রদান করেন পলাশপোলস্থ আব্দুল জলিল। আব্দুল জলিলের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে আলবারাকা শপিং মলের মালিক কামরুজ্জামান বুলু ও তার বাহিনী নিয়ে বনানী মার্কেটের ছাদ ভেঙে ক্যামেরা, ল্যাপটব, হারমোনিয়াম, তবলা, বয়া, ট্রাইপড, চেয়ারসহ মুল্যবান জিনিস দিন দুপুরে লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক মমতাজ বাপীসহ সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য এই কার্যালয়েই শিল্প সাহিত্যসহ বিডি নিউজ পরিচালিত হ্যালো’র শিশু সাংবাদিকতার বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

1 day ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

1 day ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

1 day ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

1 day ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

1 day ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

1 day ago
https://www.banglaexpress.in/ Ocean code: