লালগোলা থানা থেকে ২৩লিটার কোডাইন মিক্সচার সহ গ্রেপ্তার ৭

মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং লালগোলা থানা থেকে ২৩লিটার কোডাইন মিক্সচার সহ গ্রেপ্তার ৭।  হরিহরপাড়া থানার পুলিস গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে নাজিরপুর বেলতলা মোড় থেকে ৬জনকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে ধৃত হাসিবুর সেখের বাড়ি হরিহরপাড়া থানার প্রতাপপুর গ্রামে। সাবিরুল সেখ, হাসিব সেখ, সাহাবুদ্দিন সেখ, দিলুয়ার হোসেনের বাড়ি হরিহরপাড়া থানার রুকুনপুর গ্রামে এবং ইসমাইল সেখের বাড়ি ওই থানার খিদিরপুর গ্রামে। হরিহরপাড়া থানার পুলিশ গোপন সুত্রে খবর পায় একটি চার চাকা গাড়িতে কয়েকজন কোডাইন মিক্সচার পাচারকারীরা গঙ্গাধারী গ্রামের দিকে যাচ্ছে। পুলিস সেই সূত্র ধরে তাদেরকে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার হয়ে তিনটি জারে মোট ১৫ লিটার কোডাইন মিক্সচার। ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে পুলিস তাদের ৭দিনের পুলিস হেফাজতের আবেদন জানাবে বলে জানিয়েছে। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় লালগোলা থানার কৃষ্ণপুর এলাকা থেকে ৮লিটার কোডাইন মিক্সচার সহ এক একজনকে গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিস। ধৃতের নাম আলম বিশ্বাস। বাড়ি লালগোলা থানার নতুনগ্রাম চাটাইডুবি এলাকায় বলে পুলিস জানিয়েছে। ধৃতকে শুক্রবার লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। সুত্রের খবর, লালগোলা থনার কৃষ্ণপুরের বাসিন্দা আলম বিশ্বাস স্থানীয় এক যুবকের সঙ্গে মিলিতভাবে দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় একটি জারিক্যানে প্রচুর পরিমাণ কোডাইন মিকচার নিয়ে হাত বদলের জন্য যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিস ওই মাদক কারবারিকে মাদক দ্রব্য সহ গ্রেপ্তার করে। বেশ কিছুদিন ধরে আলম বিশ্বাসের উপর নজর রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ সূত্র মারফর খবর পেয়ে কৃষ্ণপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে বাজেয়াপ্ত হওয়া ২৩লিটার কোডাইন মিক্সাচারের আর্ন্তজাতিক বাজার মূল্য প্রায় ৪৬হাজার টাকা।

Susmita Sarkar

Share
Published by
Susmita Sarkar

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

3 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

3 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

3 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

3 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

3 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: