সাহিত্যের প্রাণ কবিতা আর কবিতার প্রাণ বইমেলা; বইপ্রেমী মানুষদের মিলনক্ষেত্র হয়ে উঠল ভাঙড়ের জেলা বইমেলা

আমরা জানি বই মানুষের সবথেকে প্রিয় বন্ধু,  আর সেই বইপ্রেমী মানুষদের জন্য ভাঙ্গড়ে আয়োজিত হল জেলা বইমেলা।  বইপ্রেমী মানুষদের মিলনক্ষেত্র হয়ে উঠল ভাঙড়ের জেলা বইমেলা। প্রথম দিন থেকেই  নজর কেড়েছে এই বইমেলা। মেলার প্রথম দিন থেকেই কবি , সাহিত্যিক থেকে শুরু করে চাঁদের হাট বসেছিল এই বইমেলায়।  সপ্তাহব্যাপি এই মেলাকে ঘিরে উৎসবের আমেজ এলাকা জুড়ে ।সকাল থেকেই বইমেলা প্রাঙ্গন জুড়ে উপছে পরছে ভিড়।। সাধারনত এই মেলায় কলকাতার নামী দামী পাবলিশার্স এসেছে। ছোট দের জন্য রয়েছে নানা ধরনের বই এর সম্ভার। এছাড়া কবি, সাহিত্যিক সকলের উপস্থিতি এই মেলাকে আরো জনপ্রিয় করে তুলেছে। ভাঙড়ের ঐতিহ্য, ও সংস্কৃতির এক অন্যমাত্রা এনে দিয়েছে এই বইমেলা। বইমেলার প্রতিটি দিন জুড়ে অনুষ্ঠিত হচ্ছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার বিশেষ আকর্ষণ হল,শিশুদের জন্য কিডস জোন,ফ্রি ওয়াই-ফাই পরিষেবা,ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রভৃতি। অপ্রীতিকর যেকোন ঘটনা এড়াতে গোটা মেলা চত্তরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে।থাকছে পর্যাপ্ত পুলিশি ব্যাবস্থা।অগ্নি নির্বাপনের ব্যাবস্থাও রয়েছে।থাকছে মেডিকেল ক্যাম্প ও পানীয় জলের ব্যাবস্থা। এছাড়া মেলা চত্বর জুড়ে রয়েছে নানা ধরনের বইয়ের স্টল, পাঠকরাও প্রতিদিন ভিড় জমাচ্ছে মেলা চত্বর জুড়ে। কলকাতা বইমেলার আগে নতুন চমক  এনে দিল এই জেলা বইমেলা। সাধারনত অনেকেই নতুন বই বা তাঁর প্রিয় লেখকের বইয়ের খোঁজে আসেন বইমেলায়। তবে সব ধরনের পাঠকদের জন্য নানান বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছেন কলকাতার নামীদামী পাবলিসার্সরা। এছাড়া এলাকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ভিড় জমাচ্ছে মেলা প্রাঙ্গণে। হাতের নাগালে প্রিয় লেখকের বই পেয়ে তাঁরা আজ খুব খুশি। তবে বলা যায় ভাঙড়ের ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে এই বইমেলায়।    মেলার পরিবেশ ও চারিপাশ সাথে উপস্থাপনা মুগ্ধ করেছে সাধারন মানুষকে। আট  থেকে আশি সকলেই ভিড় জমাচ্ছেন মেলা প্রাঙ্গনে। বলা যেতে পারে শহরের জৌলুস এখন জেলা বইমেলাতেও। রাজনীতির আঙ্গিনার বাইরে এক অন্য ভাঙর এর প্রতিচ্ছবি এনে দিল এই বইমেলা। মেলার প্রথম দিন থেকেই কবি , সাহিত্যিক থেকে শুরু করে চাঁদের হাট বসেছিল এই বইমেলায়। এছাড়া এই মেলায় ছোটদের জন্য বিশেষ আকর্শন এনে দিয়েছে মজারু। বইমেলায় প্রথম দিন থেকেই এই স্টলটিতে ভিড় জমাচ্ছে ক্ষুদেরা। ছোটদের নানান কার্টুন , এছাড়া তাদের বর্নময় উপস্থাপনা মুগ্ধ করেছে শিশুমনকে। বর্তমানে অনেক শিশুরাই আজ কার্টুন দেখতে বা গেম খেলতে বেশি ভালোবাসে কিন্তু তাদেরকে আনন্দের অন্য মাত্রা দিতে এছাড়া তাদেরকে বইয়ের সাথে সাথে পারিপার্শিক পরিবেশ ও শিশুমনের নানান জমে থাকা প্রশ্নের উত্তর দিতে তাঁরা আজ হাজির হয়েছেন এই জেলা বইমেলায়। এক বর্নময় উপস্থাপনা সাথে বইপড়ার বইপ্রেমীদের এখন নতুন ঠিকানা ভাঙরের জেলা বইমেলা। বলা যায় বইমেলা কমিটির অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা এই বছর স্বার্থক হয়েছে এই জেলা বইমেলায়।

 

 

Subha Biswas

Share
Published by
Subha Biswas

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

2 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

2 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

2 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

2 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

2 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: