Categories: রাজ্য

মারধর ও তোলাবাজির অভিযোগ ভাঙড় থানার পুলিশের বিরুদ্ধে

বাংলা এক্সপ্রেস ডেক্স, ভাঙড়:তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ উঠল ভাঙড় থানার পুলিশের বিরুদ্ধে।ছবি তুলতে গেলে ভেঙে দেওয়া হয় এক ব্যাক্তির মোবাইল। মারধরের ঘটনায় নাম জড়িয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের।মারধরের পরে ওই ব্যক্তিকে আটকও করে পুলিশ। আটক ব্যাক্তি রাষ্টীয় পরিবহণ সংস্থার কর্মচারী। তার বাড়ী উত্তর ২৪ পরগণার হাসনাবাদ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে।ঘটনাস্থল বাসন্তী হাইওয়ের ভোজেরহাট সাউথ সিটির সামনে।এদিন ভাঙড় থানার পুলিশের এএসআই নিরঞ্জন দাস কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে গাড়ী ধরছিল। কাগজপত্র ঠিকঠাক না থাকলে টাকা আদায় করা হচ্ছিল বলে এলাকার মানুষের অভিযোগ।নিরঞ্জন দাসের বিরুদ্ধে এর আগেও এই ধরণের একাধিক অভিযোগ রয়ছে বলে এলাকার মানুষ জানিয়েছে।

এদিন কোলকাতাগামী সরকারী যাত্রীবাহী একটি বাস আটকায় পুলিশ। দেখতে চাওয়া হয় গাড়ীর কাগজপত্র।তখন যাত্রীরা প্রতিবাদ করেন। বলেন সরকারী বাসকে কেন হেনস্থা করছেন। আমরা কোলকাতায় যাব ছেড়ে দিন।
পুলিশ যাত্রীদের কথায় কান না দিয়ে কাগজপত্র দেখতে চেয়ে অনড় থাকে। সেসময় একযাত্রী পুলিশের কার্যকলাপ ভিডিও রেকর্ডিং করছিলেন। পুলিশ তাঁর মোবাইলটি কেড়ে নেয় এবং তাঁকে আটক করে নিয়ে যায়। ঘটনায় বাসন্তী হাইওয়েতে তীব্র যানযটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন অনেকে।

পুলিশ এদিন দাবী করেন যাকে আটক করা হয়েছে সে আগে এক সিভিককে আক্রমণ করে। আটক ব্যাক্তি এবং স্থানীয়রা পুলিশের উপর আক্রমণণের কথা অস্বীকার করেছে। তাদের দাবী শুধুমাত্র ভিডিও রেকর্ডিং করার অপরাধে মারধর এবং গ্রেফতার করা হয়েছে।

পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ অন্যযাত্রী এবং স্থানীয়রা প্রতিবাদ করেন।আরও অনেকে মোবাইলে ভিডিও রেকর্ডিং করতে থাকে। জানতে চায় পুলিশ ও সিভিকের নাম। আটক ব্যাক্তিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে,কেন তাকে মারধর করা হল ধেয়ে আসে এসব প্রশ্ন। পুলিশ কোন প্রশ্নের উত্তর না দিয়ে কার্যত ঘটনাস্থল ছেড়ে পালায়।

এবিয়ে ভাঙড়ের সিআই এবং ওসিকে ফোন করা হয়। দুজনের কেউই ফোন ধরেননি। এলাকায় হালকা উত্তেজনা রয়েছে।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার রশীদ মুনীর খান বলেন, “রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস এক মারুতি ভ্যানকে ধাক্কা মারে। সেজন্য পুলিশ গাড়ীটিকে আটকায়। তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। “

Saddam Hossain Midda

Share
Published by
Saddam Hossain Midda

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: