হাতি মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে গ্রেপ্তারের দাবি

ঝাড়গ্রাম:- হাতি মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে গ্রেপ্তারের দাবিতে ও গ্রামে হাতির মূর্তি তৈরীর দাবিতে পাঁচ নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করলো গ্রামবাসীদের ।

বিদ্যুৎপিষ্ট হয়ে তিনটি হাতির মৃত্যুর জন্য গ্রামবাসীরা বিদ্যুৎ দপ্তর কে দায়ী করছেন । হাতি মৃত্যুর ঘটনায় বেশ কিছুদিন কেটে গেলও বনদপ্তর থেকে এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি । এরই প্রতিবাদে বিনপুর থানার কাঁকো গ্রাম পঞ্চায়েতের সাতবাঁকি গ্রামের মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষজন আজ পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেছেন ।

মঙ্গলবার সকাল সাতটা থেকেই সাতবাঁকি গ্রামের গ্রামবাসীরা ঝাড়গ্রাম বাঁকুড়া পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর মোহনপুর বাসস্ট্যান্ডের কাছেই রাস্তার মধ্যে গাছের গুড়ি ও ডাল ফেলে হাতে প্লেকার্ড নিয়ে রাস্তায় বসে পথ অবরোধ শুরু করেছে । সকাল থেকেই আটকে পড়েছে ঝাড়গ্রাম থেকে বাঁকুড়াগামী সমস্ত বাস ও লরি অপরদিকে বেলপাহাড়ি , শিলদা , বাঁকুড়া থেকে ঝাড়গ্রামমুখী সমস্ত বাস ও লরি আটকে পড়েছে । চরম সমস্যার মুখে পড়েছে বাসযাত্রী থেকে শুরু করে সকলেই । গ্রামবাসী দেবেন্দ্রনাথ মাহাতো , জয়ন্ত মাহাতো , মদন মাহাতো এরা বলেন সাতবাকি গ্রামের কাছে গত ১০ জুলাই বিদ্যুৎপিষ্ট হয়ে যে তিনটি হাতি মারা গিয়েছিল সেই তিনটি হাতির মৃত্যুর জন্য বিদ্যুৎ দপ্তর দায় । কিন্তু বনদপ্তর এর পক্ষ থেকে এই দোষীদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি । এছাড়া প্রশাসনের পক্ষ থেকে এই গ্রামে তিনটি হাতির মূর্তি তৈরির কথা ছিল তাও হয়নি । অবিলম্বে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বে থাকা আধিকারিক কে গ্রেফতার করতে হবে । নইলে আমাদের পথ অবরোধ চলবে ।

সাতবাঁকি গ্রাম ছাড়া পাশের গ্রাম করকরা , কেন্দবনি , কাঁক , মালাবতি সহ পার্শ্ববর্তী গ্রামের গ্রামবাসীরা পথ অবরোধে বসেছেন । ঘটনাস্থলে বিনপুর থানার পুলিশ উপস্থিত রয়েছে তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন ।

গত ১০ জুলাই সাতবাঁকি গ্রামে চাষযোগ্য জমির উপর ঝুলে থাকা ১১০০০ ভল্টের তারে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয় তিনটি পূর্ণ বয়স্ক হাতির । যার মধ্যে একটি পুরুষ হাতি ও দুটি স্ত্রী ছিল । পরবর্তীকালে ময়নাতদন্তের পর জানা যায় ওই দুটি স্ত্রী হাতি কিছুদিনের মধ্যেই হস্তি শাবকের জন্ম দিত । হাতি মৃত্যুর ঘটনার ১২ দিনের মাথায় গ্রামবাসীরা যোগ্য , গীতা পাঠ , হরিরনাম সাংকৃতন ও মাথা কামিয়ে শ্রাদ্ধ শান্তি করেন ।

গ্রামবাসীদের মূল দাবি অবিলম্বে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক কে গ্রেফতার করতে হবে তবে উঠবে পথ অবরোধ ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

4 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

4 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

4 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

4 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

4 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: