বাংলাদেশে জাপার কর্তৃত্ব নিয়ে দেবর-ভাবি মুখোমুখি

মিজান রহমান, ঢাকা: হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই ও জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবার বিরোধীদলীয় নেতার পদে বসতে যাচ্ছেন। আর এতেই নাখোশ এরশাদপতœী রওশন এরশাদ ও তার অনুসারীরা। মূলত এরশাদবিহীন জাপার কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছেন রাজনীতির ময়দানের এই দেবর ভাবি। জানা যায়, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরপরই দলটির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন, তা নিয়ে শুরু হয় রশি টানাটানি। এর মধ্যে গত ১৮ জুলাই বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে জিএম কাদেরকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ সময় নতুন চেয়ারম্যানকে পরিচয় করিয়ে দিয়ে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জিএম কাদের এখন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি পার্টির চেয়ারম্যান। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। এর আগে, জিএম কাদের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান পদে ছিলেন।

এরশাদ মৃত্যুর আগে তাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেন। এতে দলে রওশনপন্থী বলে পরিচিত জ্যেষ্ঠ নেতাদের অনেকেই অখুশি হন। যদিও এ নিয়ে তখন বড় ধরনের কোনো দ্বন্দ্ব তৈরি হয়নি। তবে এ ঘটনায় নাখোশ রওশন অনুসারীরা, এরপর থেকেই সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচন নিয়ে আশা ছিলেন। কিন্তু বিষয়টি নিয়ে এবার দেবর-ভাবির মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এ অবস্থার মধ্যেই গতকাল মঙ্গলবার জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধীদলীয় হিসেবে ঘোষণা করতে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দেওয়া হয়। দলের ২২ জন সংসদ সদদ্যের মধ্যে ১৫ জন এতে স্বাক্ষরও করেন। এমন অবস্থার মধ্যে বুধবার সকালে রওশন এরশাদের সঙ্গে জরুরি বৈঠক করেন তার অনুসারীরা। এর পরপরই ‘এমন চিঠি দেওয়ার এখতিয়ার জিএম কাদেরের নেই’ বলে সাফ জানিয়েদেন রওশনপন্থী নেতা আনিসুল ইসলাম মাহমুদ। এদিকে জাপা আরেক নেতা মজিবুল হক চুন্নু বলেছেন, বিরোধীদলীয় নেতা হবে রওশনই। অন্যদিকে রওশনপন্থীদের আজকের বৈঠক থেকে জানানো হয়, আগামীকাল তিনি জরুরি সংবাদ সম্মেলন করবেন। সেখানেই চলতি ইস্যু নিয়ে মুখ খুলবেন সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ।

প্রসঙ্গত, হত ৩০ ডিসেম্বরের নির্বাচনে অভাবনীয় ফল করে বিএনপিকে পিছনে ফেলে ২২ আসন পেয়ে প্রধান বিরোধী দল হয় জাপা। সংরক্ষিত মহিলা আসনের চারটি ভাগে পায় জাপা। বিএনপিবিহীন দশম সংসদেও প্রধান বিরোধীদল ছিল জাপা। সেবার মন্ত্রী পদমর্যাদার বিরোধীদলীয় নেতার পদে রওশন এরশাদ। একাদশ নির্বাচনের পর স্ত্রীকে সরিয়ে নিজেই বিরোধীদলীয় নেতা হয়েছিলেন এরশাদ। জিএম কাদেরকে উপনেতা নিয়োগ করেন। আড়াই মাসের মাথায় এ সিদ্ধান্ত বদলে ফেলেন। গত ২২ মার্চ জিএম কাদেরকে সরিয়ে উপনেতা করেন রওশন এরশাদকে। গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর জাপার চেয়ারম্যান হন জিএম কাদের। তাকে এ পদে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে বিবৃতি দেন রওশন এরশাদ। দেবর-ভাবীর দ্বন্ধে প্রশ্ন ছিল, কে হবেন বিরোধীদলীয় নেতা। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জিএম কাদের সাংবাদিকদের বলেন, আগামী ৮ সেপ্টেম্বর সংসদ অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় নেতা কে হবেন- এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদীয় দল।

admin

Share
Published by
admin

Recent Posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ: মন্তব্য করলেন চন্দ্রিমা ভট্টাচার্য

রাজভবনের এক কর্মীর অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। রাজভবনে অস্থায়ী কর্মী হিসেবে…

22 hours ago

মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব

সামাজিক বার্তা, পরিবেশ বার্তা। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার আগে নিজে রক্তদান করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী…

22 hours ago

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

3 days ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

3 days ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

3 days ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

3 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: