জিম্বাবুয়েকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ

মিজান রহমান, ঢাকা: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বুধবার জিম্বাবুয়েকে হারিয়ে লিগ পর্বে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে গেল বাংলাদেশ। এদিন হ্যামিলটন মাসাকাদজাদের ৩৯ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। এই হারের ফলে বিদায় হয়ে গেল জিম্বাবুয়ের। অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে ফাইনাল নিশ্চিত হয়েছে আফগানিস্তানের। লিগ পর্বের ম্যাচে ২০ সেপ্টেম্বর শুক্রবার মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আর শনিবার মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। ২৪ সেপ্টেম্বর ঢাকায় হবে ফাইনাল ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বুধবার বাংলাদেশের দেওয়া ১৭৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান করে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে ৩২ বলে চারটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন মুতুম্বামি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন জারভিস। বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার সাইফউদ্দিন চার ওভারে ১৪ রান দিয়ে ১টি উইকেট নেন। অভিষেক ম্যাচ খেলতে নামা লেগস্পিনার আমিনুল ইসলাম ৪ ওভারে ১৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন শফিউল ইসলাম।

এছাড়া মোস্তাফিজুর রহমান ২টি ও সাকিব আল হাসান ১টি করে উইকেট নেন। জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায়। দলীয় শূন্য রানে সাইফউদ্দিনের বলে সাকিবের হাতে ক্যাচ হন টেইলর। দ্বিতীয় ওভারে সাকিবের বলে বোল্ড হন চাকাভা। দুই ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি। চতুর্থ ওভারে শফিউলের বলে আফিফের হাতে ক্যাচ হন শন উইলিয়ামস। ৫ বলে ২ রান করেন তিনি। দলীয় ৩৫ রানে চতুর্থ উইকেট পড়ে জিম্বাবুয়ের। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচ খেলতে নেমে প্রথম ওভারেই বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান লেগস্পিনার আমিনুল ইসলাম। ইনিংসের সপ্তম ওভারে তাকে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব। ওভারের প্রথম বলটি ডট হয়। দ্বিতীয় বলে এক রান নেন মাসাকাদজা। তৃতীয় বল আকাশে তুলে দেন মুতোমবোদজি। সীমানার কাছ থেকে ক্যাচটি নেন আরেক অভিষিক্ত ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ের দলীয় রান যখন ৩৭ তখন রায়ান বার্লকে বোল্ড করেন শফিউল। নবম ওভারে মাসাকাদজাকে এলব্ডিব্লিউয়ের ফাঁদে ফেলেন আমিনুল। ১৩তম ওভারে রান আউট হন মাদজিভা। দলীয় ৬৬ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ৫৮ রানের জুটি গড়েন মুতুম্বামি ও জারভিস।

৩০ বলে ব্যক্তিগত অর্ধশত করার পর ৩২ বলে ৫৪ রান করে ফিরে যান তিনি। ১৯তম ওভারে শফিউলের বলে সাইফউদ্দিনের হাতে ক্যাচ হন তিনি। ইনিংসের শেষ ওভারে জারভিস ও এনডিলোভুকে বিদায় করেন মোস্তাফিজ।  এর আগে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে টাইগাররা। দলের পক্ষে ৪১ বলে পাঁচটি ছক্কা ও ১টি চারের সাহায্যে ৬২ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে রিয়াদের এটি চতুর্থ হাফ সেঞ্চুরি। অন্যদের মধ্যে লিটন দাস ৩৮ ও মুশফিকুর রহিম ৩২ রান করেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে কাইল জারভিস ৩টি, ক্রিস এমপোফু ২টি, রায়ান বার্ল ১টি ও মুতোমবোদজি ১টি করে উইকেট শিকার করেন। সিরিজে এর আগে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকটে হারিয়েছিল বাংলাদেশ। আর আফগানিস্তানের বিপক্ষে ২৫ রানে হেরেছিল টাইগাররা। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে হারের পর আফগানদের কাছে ২৮ রানে হেরেছিল মাসাকাদজার দল।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

2 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

2 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

2 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

2 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

2 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: