বাংলাদেশে ইলিশের সরবরাহ বাড়ছে

মিজান রহমান, ঢাকা: প্রজনন মৌসুমে টানা ২২ দিন বন্ধ থাকার পর গত ৩০ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরা। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই জেলেদের জালে ধরা পড়েছে প্রচুর ইলিশ। আর এতেই ইলিশের সরবরাহ বেড়েছে রাজধানীর বাজারগুলোয়। গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে ইলিশ। এসব বাজারে ১ কেজি ওজনের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৭৫০ থেকে ৮০০ টাকা এবং ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে তিন পিসে এক কেজি এমন ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে।

নিষেধাজ্ঞা শুরুর আগে ঢাকার বাজারে এক কেজি মাপের ইলিশ ১০০০-১২০০ টাকায় এবং তার চেয়ে ছোট ইলিশ ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।  বাজারে ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে অন্য মাছের দামেও। কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা আবদুল হালিম বলেন, অন্য বছরের এ সময়ে ইলিশের দাম বেশ চড়া থাকত। কিন্তু এবার বাজারে অনেক ইলিশ সরবরাহ থাকায় দাম কমে গেছে। পাশাপাশি ইলিশের আগমনে কমেছে অন্য সব মাছের দামও।  একই বাজারের ক্রেতা রিমন বলেন, বাজারে ইলিশের সরবরাহ অনেক দেখা যাচ্ছে। সরবরাহ কম থাকায় গত কয়েক দিনের তুলনায় দামও কম মনে হচ্ছে। তবে বেশির ভাগ ইলিশের পেটে ডিম বলে জানিয়েছেন তিনি।  উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নিরাপদ করার লক্ষ্যে গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রয়, মজুদ ও সংরক্ষণ নিষিদ্ধ করে সরকার। বৃহস্পতিবার মধ্যরাতে এ নিষেধাজ্ঞা শেষ হয়।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

4 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

4 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

4 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

4 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

4 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: