Categories: ভ্রমণ

নেতা তো অনেক, নেতাজী একজনই

আনন্দ চট্টোপাধ্যায়: আজ থেকে অনেক বছর আগে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর হরিনাভির কাছে চাংড়িপোতা বলে একটা গ্রাম ছিল। শ্রী হরনাথ বোস বলে এক ভদ্রলোক সেখানে প্রায় দেড়শো বছর পূর্বে একটা বসত বাড়ি তৈরি করেন। তার পুত্র শ্রী জানকি নাথ বোস পরবর্তীকালে প্রভাবতী দেবীর সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন । এই প্রভাবতী দেবীর গর্ভে উড়িষ্যার কটকে ১৮৯৭ সালের ২৩-শে জানুয়ারী মহা বিপ্লবী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্ম হয় । সুভাষ চন্দ্র ছিলেন আট ভাই ও ছয় বোনের মধ্যে অষ্টম । কিছুদিন পরে জানকি নাথ কটক থেকে পরিবার সমেত কলকাতায় চলে আসেন ও এলগিন রোড়ের বাড়ি যাকে এখন নেতাজী ভবন বলা হয় সেখানে বসবাস করতে আরম্ভ করেন । তবে তিনি প্রায়ই চাংড়িপোতার বাড়িতে এসে থাকতেন ।মহানায়ক সুভাষ চন্দ্র বসু কোনোদিনই নিজে বাড়ি তৈরি করার সময় পাননি । ফলে তিনি অনেকবারই হরিনাভির কাছে এই বাড়িতে এসে থেকেছেন । চাংড়িপোতা নামটা অনেকদিন আগেই বদলে গেছে । এখন এই জায়গাটার নাম কোদালিয়া । যাই হোক, নেতাজী সুভাষ চন্দ্রের স্মৃতি বিজড়িত এই পৈতৃক বসত ভবনটি অনেক দিক থেকেই ঐতিহাসিক ।

বর্তমানে বাড়িটার কয়েকটা অংশ দেখতে পাবেন । প্রথমেই জাল দিয়ে ঢাকা বিরাট বারান্দা সহ ঠাকুর দালান । খানিকটা অংশ জুড়ে একটা পোস্ট অফিস চলছে । ঠাকুর দালানের উপর পোস্ট অফিসটি বহু বছরের পুরানো । ঠাকুর দালানের সামনেই আড়াআড়ি ভাবে দেখতে পাবেন একটা লাইব্রেরি, নাম হরনাথ বীণাপানি লাইব্রেরি । এই লাইব্রেরিটি নেতাজীর পিতা জানকি নাথ বোস প্রতিষ্ঠা করেছিলেন । লাইব্রেরি আজো খোলা হয় । এর ভিতরে একটা ছোট সংগ্রহালয় মতো আছে । যেখানে নেতাজীর ব্যবহার করা বেশ কিছু সামগ্রী সাজানো আছে । এই লাইব্রেরির পাশেই নেতাজীর বিরাট এক মূর্তি বসানো । ঠাকুরদালানের ডান দিক দিয়ে একটা রাস্তা একটু ভিতর দিকে ঢুকে গেছে । একটু ঢুকেই ডানদিকে তাকালে দেখতে পাবেন সেই বিখ্যাত বাড়িটা । বিরাট পাঁচিল দিয়ে ঘেরা । এই বাড়িটা রোজ খোলা থাকেনা । ২৩-সে জানুয়ারী, ১৫-ই অগাস্ট আর দুর্গাপুজোর দিনগুলিতে ভিতরে প্রবেশ করার অনুমুতি মেলে । বাইরে থেকে একটা বড়ো শস্য গোলা চোখে পড়ে ।গেটের ফাঁক দিয়ে দেখা যায় বাড়ির সামনে এক বিশাল প্রাঙ্গন । মাঝখানে পতাকা উত্তোলন করার বিরাট বেদি । বাড়িটা দোতালা । দরজা জানলা সবই বন্ধ । স্থানীয় লোকজনের মুখে শুনলাম যে দোতালা ওঠার সিঁড়ির মাঝ বারবার একটা গোপন দরজা আছে । যেটা দিয়ে সোজা বাড়ির পিছনে পৌঁছানো যায় । যদি কোনো ব্রিটিশের তাবেদার পুলিশ এসে পড়ে, তাই পালিয়ে যাবার ওটাই ছিল রাস্তা । স্থানীয় লোকজনেরাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন । প্রত্যেক বছরই ২৩-সে জানুয়ারী মূর্তিটি রং করা হয় ।
সামনেই ২৩-শে জানুয়ারী,বলি কি ঘুরে আসুন না একবার । খুব ভালো লাগবে । নেতা তো অনেক । নেতাজী একজনই ।

পথ নির্দেশ : যদি বাসে বা অটোতে যান তবে দক্ষিণ কলকাতার গড়িয়া থেকে বারুইপুরগামী যে কোনো বাস বা অটো ধরে নিন । দূরত্ব ছয় কিলোমিটার মতো । নামবেন লালবাড়ি স্টপেজে । ওখান থেকে ডানদিকে ৩০০ মিটার মতো ঢুকলেই গন্তব্যে পৌঁছে যাবেন । যদি শিয়ালদাহ থেকে আসেন তবে দক্ষিণ বিভাগের যে কোনো বারুইপুর লোকাল, ডায়মন্ড হারবার লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে সুভাষগ্রাম স্টেশনে নেমে রিক্সা কিংবা ভ্যান গাড়ি ধরে আসুন ।

Piyasa Dasgupta

Share
Published by
Piyasa Dasgupta
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

কুণাল ঘোষকে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দিল রাজনীতির অবসান বা শুরু?

রাজনীতির সময়ে অনেক সময় আসে যখন সাধারণভাবে একজন রাজনৈতিক কর্মীর কাছে এক পদ দিয়ে দেওয়া…

14 hours ago

রজনীকান্ত এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে সব রেকর্ড ভেঙে দিলেন

তিনি ভারতীয় তামিল চলচ্চিত্রের মহাতারকা রজনীকান্ত। শুধু তামিল ভাষাতেই হিন্দি, তেলেগু, কন্নড় ও ইংরেজি ভাষার…

18 hours ago

নির্মাতা অনিরুদ্ধ’র আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জয়া

কলকাতার নির্মাতা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘কড়ক সিং’ নামের হিন্দি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে বাংলাদেশী…

18 hours ago

বলিউড ডিভা শিল্পা শেঠির সম্পত্তির সম্পত্তি বাজেয়াপ্তি: সন্তানসহ মুম্বাই ছেড়ে প্রত্যাবর্তন

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা তার আর্থিক মুদ্রার এক ধারালো নিয়ে সম্পত্তি বাজেয়াপ্তি…

19 hours ago

পাওলি দাম: বাংলাদেশের চলচ্চিত্র এক নতুন প্রতিভার আবির্ভাব

বাংলাদেশের চলচ্চিত্র শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করা যেতে পারে অল্প বা মাঝামাঝি হয়ে যাওয়া একটি বিষয়।…

19 hours ago

কুরুচিকর ভাষার প্রতিযোগিতা বন্ধে কমিশনের চিঠি প্রধান প্রধান রাজনৈতিক দলগুলিকে

দেশ জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় বইছে। সেই সঙ্গে সমানতালে চলছে একে অপরকে আক্রমণের পালা। পক্ষ…

21 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: