বাংলাদেশে সোনার দাম রেকর্ড ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সময়ে দেশে সোনার দামে রেকর্ড গড়ল। সোনার দাম বাড়তে বাড়তে প্রায় ৭৩ হাজার টাকায় ঠেকেছে। দেশের ইতিহাসে এত দামে সোনা কখনোই কেনাবেচা হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা। তিনি বলেন, আমার জীবদ্দশায় আন্তর্জাতিক বাজারে গোল্ডের এত বেশি দাম দেখিনি। গত দুই দিনেই প্রতি আউন্স গোল্ডের দাম ১০০ ডলার বেড়েছে। বাধ্য হয়েই আমাদের স্থানীয় বাজারে দাম বাড়াতে হয়েছে। দাম সামনে আরও বাড়ার আভাস দিয়ে আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছি না। কোভিড১৯ মহামারীতে সবাই এখন নিরাপদ বিনিয়োগ ভেবে সোনা কিনে মজুদ রাখছে। এক মাসের ব্যবধানে ভরিতে বাড়ল দুই হাজার ৯১৬ টাকা। সোনার বর্তমান দাম দাম বেড়ে ভরিতে ৭২ হাজার ৭৮৩ টাকায় উঠেছে। এর আগে সর্বশেষ ২২ জুন সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ৭১৫ বাড়ানো হয়েছিল।

অতীতে দেখা গেছে, দেশের বাজারে সোনার দাম সাধারণত ভরিতে এক হাজার থেকে দেড় হাজার টাকা হ্রাসবৃদ্ধি করা হয়। তবে বিশ্ব বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে এই দুই বার বেশি দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন আগারওয়ালা। আন্তর্জাতিক বাজারে (দুবাই) বৃহস্পতিবার প্রতি গ্রাম সোনার দাম ছিল ৫৮ দশমিক ১৯ ডলার। এ হিসেবে স্থানীয় মুদ্রায় প্রতি ভরির দাম পড়ে (প্রতি ডলার ৮৫ টাকা হিসেবে) ৫৭ হাজার ৬৯১ টাকা। ফলে দাম কমার পরও দুবাইয়ের সঙ্গে বাংলাদেশি বাজারে ভরিতে পার্থক্য ১৫ হাজার টাকা। অর্থাৎ সোনার বাজারে বিশৃঙ্খলা চলছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৭৮৩ টাকা। বৃহস্পতিবার এর দাম ছিল ৬৯ হাজার ৮৬৭ টাকা। এ হিসাবে ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৯১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬৬ হাজার ৭১৮ টাকা থেকে বেড়ে ৬৯ হাজার ৬৩৪ টাকায় বিক্রি হবে। এ হিসাবে ভরিতে দাম বেড়েছে দুই হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৫৭ হাজার ৯৭০ টাকা থেকে বেড়ে ৬০ হাজার ৪৪৬ টাকায় বিক্রি হবে। ফলে ভরিতে দাম বেড়েছে দুই হাজার ৪৭৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৭ হাজার ৬৪৭ টাকা থেকে বেড়ে ৫০ হাজার ৫৬৩ টাকায় বিক্রি হবে। এ হিসাবে ভরিতে দাম বাড়াল দুই হাজার ৯১৬ টাকা। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম, ভরি ৯৩৩ টাকা।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

3 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

3 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

3 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: