বিজেপিকে ভাষা সন্ত্রাস এর আমদানিকারক বলে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব

কার্ত্তিক গুহ ঝাড়গ্রাম :– জঙ্গলমহল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিজেপিকে ভাষা সন্ত্রাস এর আমদানিকারক বলে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন , ভাষা সন্ত্রাস আমদানিকারক বিজেপি । পুঁতে দেবো , বিধবা করে দেবো , হাত ভেঙে দেবো , বাড়ি থেকে বেরোতে দেবো না , এটা কোন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পড়ে না । এই যে শব্দসন্ত্রাস চলছে এটা কোন ভাবে গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় । আমাদের রাজনৈতিক বিবাদ থাকতে পারে , রাজনৈতিক দল হিসেবে আলাদা আলাদা পদ থাকতে পারে । কিন্তু বিজেপি যে ভাবে এখানে ভাষাসন্ত্রাস বা শব্দসন্ত্রাস আমদানি করেছে । তা মোটেই গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয় ।

পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দপ্তর ও পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শুরু হচ্ছে জঙ্গলমহল উৎসব। বুধবার ২০ জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত  আট দিন ধরে এই জঙ্গলমহল উৎসব চলবে । এবছর জঙ্গলমহল উৎসব ৭ বছরে পদার্পণ করল । ঝাড়গ্রাম শহরের ননীবালা বিদ্যালয়ের হোস্টেল মাঠ প্রাঙ্গণে এই জঙ্গলমহল উৎসব অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে জঙ্গলমহলের মুলবাসী আদিবাসী সম্প্রদায়ের চাং, রণপা, পাতা, পাইক, ভাদু, ঝুমুর , বাউল, টুসু গান প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । জঙ্গলমহল প্রাঙ্গনে রয়েছে ঝাড়গ্রাম , পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , পুরুলিয়া জেলা ও  পশ্চিমাঞ্চল উন্নয়ন বিধায়ক দপ্তর এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সুদৃশ্য প্যাভিলিয়ন, পশ্চিমবঙ্গ সরকারের প্রতি দপ্তরের ৪২  টি প্রদর্শনী স্টল ও জঙ্গলমহলের হস্তশিল্প সামগ্রীর প্রদর্শন ও বিক্রয়ের জন্য কারিগরী হাট রয়েছে । পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায় এবছর জঙ্গলমহল উৎসব এর জন্য প্রায় চার কোটি টাকার বাজেট রয়েছে ।

মূলত জঙ্গলমহলের শিল্প ও সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার এবং সকলের কাছে তুলে ধরার জন্য জঙ্গলমহল উৎসব  । জঙ্গলমহল উৎসব পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চার জেলার লোকো শিল্পীরা অংশগ্রহণ করেন  । পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ সূত্রে জানা যায়, এবছর জঙ্গলমহল উৎসবে ৭৫০ টি লোকশিল্পীর দল অংশগ্রহণ করছে ।

এদিন উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান দুলাল মুর্মু , ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস , গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামনি মাহাত , পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের সচিব সুব্রত বিশ্বাস , ডিপিএসসি এর চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু , আদিবাসী শিক্ষা দপ্তরের চেয়ারম্যান রবিন টুডু , ঝাড়গ্রামের জেলা শাসক আয়েশা রানী এ , ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দ্রা মুখোপাধ্যায় , সমাজসেবী ছত্রধর মাহাত , বিনপুরের বিধায়ক খগেন্দ্রানাথ হেমব্রম সহ একাধিক অধকারিক ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 weeks ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 weeks ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 weeks ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 weeks ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 weeks ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 weeks ago
https://www.banglaexpress.in/ Ocean code: