“তৃণমূল কংগ্রেসকে কেউ আটকাতে পারবে না”, মমতা বন্দ্যোপাধ্যায়

গুরুত্বপূর্ণ কাজ করার আগে বেহালা চৌরাস্তার মাটি ছুয়ে যায়। আমি আপনাদের ঘরে মেয়ে। গণ আদালতের রায়, তৃণমূল কংগ্রেসকে কেউ আটকাতে পারবে না। নির্বাচন কমিশন ভোটের সিডিউল এমন ভাবে সাজিয়েছে বিজেপির কথামত। চালাকি করে সব করছে। আমি ভাঙি তবু মচকায় না। আমি মাথা নত করি না, করব না। বেহালা কী ছিল, বৃষ্টি হলেই জল জমত। এই মেট্রো আমি করেছি। জোকা থেকে দমদম, কলকাতার সমস্ত মেট্রো আমি করে দিয়েছি। বেহালা ইতিহাস হয়ে থাক। জোকা থেকে ডায়মন্ডহারবার টেনে দেব সুযোগ যদি আসে।

বেহালার বেহাল অবস্থা করে দিয়েছিল। আমরা প্রাণ ফিরিয়ে দিয়েছি। আমি করি, করে বলি। প্রতিশ্রুতি দিয় না। জলের সমস্যা অনেকটা মিটেছে। বাকিটাও মিটে যাবে।বাংলায় না খেয়ে কেউ মারা যায় না। কোভিডের সময় কোথায় ছিলে? কেউ দেখতে আসে নি। রাস্তায় নেমে গোল্লা একে বুঁঝিয়েছি। কোথায় ছিলে? কেউ যেন খেতে না পেয়ে মারা না যায় সেদিকে নজর রেখেছিলাম।

সব জনসাধারণকে বিনা পয়সায় কোভিডের ইঞ্জেকশন দিতে চেয়েছিলাম। ওরা আটকে রেখেছে। দিল না। আগামী দিন মানুষ তৃণমূলকেই ভোট দেবে। না দিলে কোন দিন মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। আমি বেঁচে থাকতে এনপিআর, এনআরসি করতে দেব না। শুধু ফন্দি, কি ভাবে ভোট জোর করে লুঠে নেওয়া যায়। টু-থার্ড ভোটে আমরা জিতবই। মহিলাদের লক্ষ্মীর ভান্ডার করে দেব। মহিলাদের হাত খরচের জন্য ৫০০-১০০০ টাকা দেব। আমি একা জিতে লাভ নেই, সবাইকে জেতাতে হবে। টু-থার্ডে জিততে হবে। বাংলাকে গুজরাট করতে দেব না।

admin

Share
Published by
admin

Recent Posts

সুন্দরী বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া: এক অভিনয়ীর সাহসিক পথ

বলিউডের স্বপ্নপূরণে সাহসের চেতনার প্রতীক পরিণীতি চোপড়া। টানা এক দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই…

4 days ago

আমার মতো অনেকেই নিতম্ব দেখেননি : নোরা ফাতেহি

বলিউডের বোম্ব শেল, নোরা ফাতেহি, প্রথমে ছিলেন একজন আইটেম গার্ল। তিনি নাচের মাধ্যমে শুরু করেন…

4 days ago

পাঁচজনের সঙ্গে নেহা’র অতীত জীবন কেমন ছিল!

বলিউডের চলতি প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। তিনি ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে জন্মগ্রহণ করেন।…

4 days ago

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন

তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে নির্বাচন। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। এই…

4 days ago

নজরে মুর্শিদাবাদ, মাত্র দুটি কেন্দ্রে ১০০ কোম্পানি?
মুর্শিদাবাদের জন্য আর কি কি সতর্কতা নিচ্ছে কমিশন?

তৃতীয় দফায় ভোট রয়েছে মুর্শিদাবাদে। জঙ্গীপুর ও মর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ…

4 days ago

অধীরকে গো ব্যাক স্লোগান, কমিশনে নালিশ কংগ্রেসের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব

মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ সফিউজ্জামান হাবিবের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানালো কংগ্রেস। নওদায়…

4 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: