উত্তর দিনাজপুর জেলায় প্রচারের শেষ লগ্নে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব

আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফার ভোট। তার আগে সোমবার উত্তর দিনাজপুর জেলায় প্রচারের শেষ লগ্নে কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। একইদিনে জেলায় হাজির অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা। এদিন গোয়ালপোখর ও ইটাহারে সভা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিকে চাকুলিয়ায় সভা করলেন অমিত শাহ। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে রোড শো করলেন অমিত শাহ ও জেপি নাড্ডা। চাকুলিয়ার সভা থেকে এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, উত্তরবঙ্গের সাথে অনেক অন্যায় হয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসকে একটিও আসনে জিততে দেবেন না। এদিন নাগরিকত্ব আইন নিয়ে ফের একবার সরব হন অমিত শাহ। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় আসছে আর সিএএ লাগু হবে বাংলায়। মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে।

তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি এদিন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের কথাও ঘোষণা করেন অমিত শাহ। উত্তরবঙ্গে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়,নারায়নী ব্যাটেলিয়ন, পঞ্চানন বর্মার নামে ২৫০ কোটি টাকা খরচ করে মূর্তি, বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে বানানোর প্রতিশ্রুতি দেন অমিত শাহ। শিলিগুড়িতে মেট্রো প্রকল্প চালু ও শিলিগুড়ি থেকে কলকাতা রাস্তা নির্মাণের প্রতিশ্রুতিও এদিন দেন বিজেপির কেন্দ্রীয় নেতা। প্রতি ঘরে কমপক্ষে একজনকে কাজ দেওয়ার কথা আশ্বাস দেন তিনি।

এদিকে চাকুলিয়ার সভা শেষ করেই কালিয়াগঞ্জে পৌঁছান অমিত শাহ। বিজেপি প্রার্থী সৌমেন রায়কে সাথে নিয়ে রোড শো করেন অমিত শাহ। সুকান্ত মোড় থেকে শুরু হয় তাঁর র‍্যালি। বিবেকানন্দ মোড়ে শেষ হয় মিছিল। এদিন বিজেপির রোড শোকে কেন্দ্র করে ব্যাপক যানজট সৃষ্টি হয় কালিয়াগঞ্জে।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

43 mins ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

45 mins ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

47 mins ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

48 mins ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

49 mins ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

52 mins ago
https://www.banglaexpress.in/ Ocean code: