পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ২২সে জানুয়ারী তারিখেই অখিলভারত হিন্দুমহাসভার সীতারাম মন্দির স্থাপনের সংকল্প পূজা

২০২৪ সালের ২২সে জানুয়ারী তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যাতে যখন রামলালার প্রাণপ্রতিষ্ঠা করছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় সর্বধর্ম সমন্বয়ে সম্প্রীতি যাত্রার মিছিল করছেন ঠিক সেই ২২সে জানুয়ারীর সকালেই অখিলভারত হিন্দুমহাসভা, যারা রামমন্দির আন্দোলনের মূল Petitioner এবং Verdict Holder তারা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে কলকাতা থেকে প্রায় সাড়েতিনশো কিলোমিটার দূরে প্রায় পাঁচশতাধিক মানুষ নিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে সীতাকুণ্ডের পাশে সীতারাম মন্দির স্থাপনের জন্য সংকল্প পূজার আয়োজন করেছে । শুধু সীতারাম মন্দির নয় এই অযোধ্যা পাহাড় অঞ্চলকে হেরিটেজ সাইট ঘোষণা করে তার যথোপযুক্ত উন্নয়ন ঘটিয়ে একটি উন্নত মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলার পক্ষেও সওয়াল করলো হিন্দুমহাসভা । আগামী দিনে এই বিষয়ে জনমত গঠন করে তারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অঞ্চলের এমপি, এমএলএ, রাজ্যের পর্যটন মন্ত্রী এবং অবশ্যই মাননীয়া মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে । অখিলভারত হিন্দুমহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য অযোধ্যা যেমন প্রভু রামচন্দ্রের জন্মস্থান সেই রকম বাংলার এই অযোধ্যাপাহাড় অঞ্চল প্রভু রামের কর্মভূমিরও একটি গুরুত্বপূর্ণ অংশ । এই পথ দিয়েই ভাই লক্ষণ এবং পত্নী সীতা দেবীকে নিয়ে প্রভুরাম অযোধ্যা থেকে কিস্কিন্ধ্যা গিয়ে ছিলেন এবং বেশ কিছু দিন এই অঞ্চলের অরণ্যে বসবাস করেন । শুধু তাই নয় তৃষ্ণার্ত সীতা দেবীকে জল খেতে দেওয়ার জন্য তীর নিক্ষেপ করে এই অঞ্চলে যে জলাশয় বা কূপ সৃষ্টি করেন ভগবান রামচন্দ্র সেই জলাশয়ই সীতাকুন্ড নামে পরিচিত ।

চন্দ্রচূড় বাবু আরো বলেন প্রভু রামচন্দ্র কোনো এক ব্যক্তি বা রাজনৈতিক দলের মালিকানা হতেই পারেনা, ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়ে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের অবস্থান হওয়া উচিৎ । সনাতনী সমস্ত মানুষের আবেগের নাম রামচন্দ্র । তাই ভোট ব্যাংকের স্বার্থে রাজনৈতিক রুটি স্যাঁকার জন্য যারা প্রভু রামকে হিন্দি বলয়ের ভগবান করে রাখতে চান তাদের জানা নেই রাবণকে যুদ্ধে হারানোর জন্য প্রভু রাম এই বাংলার ঘরের মেয়ে উমা বা দেবী দুর্গার আরাধনা করে ছিলেন । রামের সৃষ্ট পুজাই আজ অকালবোধন রূপে শরৎকালে সারা বাংলায় দেবী দুর্গার পূজা হয় । সারা পৃথিবীর মানুষের এই ইতিহাস জানতে গেলে বাংলার অযোধ্যা পাহাড় অঞ্চলে আসা উচিৎ । ভক্তি, প্রেম এবং পারস্পরিক সৌভাতৃত্বের মাধ্যমেই কেবলমাত্র ভারতে প্রকৃত রামরাজ্য প্রতিষ্ঠা করা সম্ভব । রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং সমন্বয় যাত্রা নিয়ে সারা দেশ যখন উত্তাল তখন সম্পূর্ণ অনন্য একটি পথে হেঁটে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল হিন্দু মহাসভা যে একটি দৃষ্টান্ত স্থাপন করলো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 weeks ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 weeks ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 weeks ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 weeks ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 weeks ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 weeks ago
https://www.banglaexpress.in/ Ocean code: