হাওড়ার ঘুসুড়িতে ব্যবসায়ী খুনের ঘটনায় মূল অভিযুক্ত সহ ধৃত তিন। গতকাল গভীর রাতে হুগলির বাঁশবেড়িয়া থেকে ফারুখ শেখ সহ মহম্মদ শাহজাদ ও সব্যসাচী চট্টোপাধ্যায় নামে আরও দু’জনকে গ্রেফতার করে বেলুড় থানার পুলিশ। তোলা না দেওয়ায় বুধবার রাতে স্থানীয় ব্যবসায়ী অজয় সাউকে গুলি করে খুনের অভিযোগ ওঠে এলাকার কুখ্যাত দুষ্কৃতী ফারুখ শেখের বিরুদ্ধে। আজ ধৃতদের আদালতে তোলা হতে পারে।
Auto Amazon Links: No products found.