জাতীয় গেমসে কার্ড


বৃহস্পতিবার,২২/০১/২০১৫
869

সংকলনেঃ পূর্ণেন্দু চক্রবতীঃ সাংবাদিক বন্ধুদের জন্য বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনকে একটি অভিনব কার্ড প্রদান করেছে জাতীয় গেমসের জন্য । কেরলে অনুষ্ঠিত জাতীয় গেমসের কবে কোথায় কোন ইভেন্টটি অনুষ্ঠিত হবে তার একটা পূর্ণ তালিকা একেবারে হাতে তুলে দেওয়া হয়েছে । সাংবাদিকদের কাছে কোনও অসুবিধাই হবেনা কার্ডটি হাতে থাকলে । কেউ যদি মনে করেন আজ সাঁতারে যাবেন তাহলে কাডের ক্রীড়াসূচী অনুযায়ী সেখানে পৌঁছে যেতে পারবেন। আবার কেউ যদি খোখো বা নেটবল কভার করার চেষ্টা করেন তিনি পকেট থেকে কার্ডটি বের করে দেখে নিতে পারবেন খুব সহজেই। আবার বাস্কেট বল ও কুস্তির জন্য মন উসখুস করলে কান্নুরে কবে থেকে শুরু হচ্ছে তার উত্তর মিলে যাবে কাডেই। স্বাভাবিকভাবে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন এই প্রয়াসের জন্য প্রশংসা পাবেন সচিব চন্দন রায়চৌধুরী ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। সৌজন্যঃ দৈনিক স্টেটসম্যান

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট