রমরমিয়ে পোস্ত চাষ


রবিবার,০১/০৩/২০১৫
1469

খায়রুল আনাম, বোলপুর, বীরভূমঃ পোস্ত চাষ মুক্ত জেলা হিসেবে বীরভূম জেলাকে যখন তুলে ধরার চেষ্টা হচ্ছে তখন দেখা যাচ্ছে, জেলার বিভিন্ন প্রান্তে রমরমিয়ে হয়েছে পোস্ত চাষ। যা এখন ফুলে – ফলে ভরে উঠেছে। আর এখন কাঁকড়তলা থানার বাবুইজোড়, বাতাসপুর, আলকুড়ি গ্রাম থেকে শুরু করে খয়রাশোল, দুবরাজপুরের কান্তোর, বোধগ্রাম এলাকায় পোস্ত গাছ ধ্বংস করতে নামলো জেলা আবগারি দপ্তর, জেলা পুলিশের সহায়তায়। আর তা করতে গিয়ে মাদক মাফিয়াদের বোমাবাজির মুখে পড়তে হলো তাদের। এদিকে দেখা গিয়েছে, বিঘার পর বিঘা জমির যে সব পোস্ত গাছ নষ্ট করা হচ্ছে, সেইসব পোস্ত গাছের ফলের গায়ে রয়েছে ব্লেড দিয়ে চেরা দাগ। অর্থাৎ, মাদক মাফিয়ারা আগেই সেখান থেকে বের করে নিয়ে চলে গিয়েছে পোস্তর আঠা। যা থেকে তৈরী হয়ে থাকে হেরোইন। এই হেরোইন তৈরী আটকাতেই পোস্ত চাষে এত বাধাদান করা হয়ে থাকে। আর সেই আঠাই যদি বের করে নেওয়া হয়ে থাকে তা’হলে এতদিন সরকারি এইসব আধিকারিকরা করছিলেন কি ??

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট