খবরইন্ডিয়াঅনলাইনঃ পৌর নির্বাচনের আগে বাংলায় সন্ত্রাসের রাজত্ব চলছে। তৃণমূলকে অভিযুক্ত করলেন সিপিআই-এমের রাজ্য কমিটির সচিব সূর্যকান্ত মিশ্র। আজ রাজ্য নির্বাচন কমিশনারকে অবাধ ও সুষ্ঠ ভাবে নির্বাচনের আবেদন জানান। বিরোধীরা সবাই বলেছেন সেন্টাল ফোস মোতায়েন করতে হবে, যাতে সবাই ভালভাবে ভোট দিতে পারে। গত লোকসভা উপনির্বাচনে জোর করে সন্ত্রাস চালিয়ে ভোটে জিতেছিলেন। রাজ্য নির্বাচন কমিশনার মিঃ মিশ্র আশ্বাস দিয়েছেন ভোট সুষ্ঠ ভাবে হবে।
পৌর নির্বাচনের আগে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে – সিপিআই( এম )
বুধবার,০১/০৪/২০১৫
597