আইপিএল-এ সাকিব শাহরুখের মডেল


শনিবার,০৪/০৪/২০১৫
640

খবরইন্ডিয়াঅনলাইনঃ আইপিএল এখন খেলার চেয়ে জলসা বা ব্যবসা বলা যেতে পারে। যেখানে বিপুল অঙ্কের টাকা বা ডলার যা বলুন না কেন। যদি আইপিএল টা এমন হত যে, কোন প্রতিভাবান ক্রিকেট খেলোয়াড়কে তুলে আনা হত তাহলে সার্থক হত। এখানে ক্রিকেট খেলোয়াড়কে ব্যবহার করছেন গ্ল্যামার দুনিয়ার নামীদামি বলিউড তারকা থেকে ব্যবসাপ্রতিরা। এই খেলাতে প্রচুর অঙ্কের লাভ হয় বিঙ্গাপণ থেকে। কলকাতার নাইট রাইডাসের বিভিন্ন প্রচারমূলক বিঙ্গাপণে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান -কে নিয়ে। আজকে একটি বেসরকারী টিভি চ্যানেল একটি বিঙ্গাপণ প্রকাশ করেছে। সেই খানে কলকাতার ক্রিকেটের মালিক শাহরুক খানের সাথে সাকিব -কে। কলকাতার দলটি বেশির ভাগ ভক্ত যে বাঙালি তা সবাই জানে, সেইজন্য কলকাতার সঙ্গে বাংলাদেশের ভাল সম্পর্ক রয়েছে। কলকাতায় বাংলাদেশের ক্রিকেটার সাকিব খুব জনপ্রিয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট