স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিফটে আটকে ছিলেন


বৃহস্পতিবার,০৯/০৪/২০১৫
296

খবরইন্ডিয়াঅনলাইনঃ  স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিফটের মধ্যে আটকা পড়েছিলেন। অবশেষে মুভি স্টাইলে তাকে উদ্ধার করা হয়।

দক্ষিণ দিল্লিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদর দপ্তরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রাজনাথ। এই সদর দপ্তরের নাম ‘বসন্তকুঞ্জ’।

সেখানে ‘সূর্য দিবস’ নামে একটি উৎসব চলছে।  ছত্রীসেনারা প্রতিবছর এই দিবস উদযাপন করে।

বসন্তকুঞ্জে একটি লিফটে ওঠেন রাজনাথ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজু এবং সিআরপিএফের মহাপরিচালক। হঠাৎ থমকে যায় লিফট। অনেক চেষ্টা করে লিফট খুলতে না

পারায় তারা লিফটের অ্যালার্ম বাটন চাপেন। এরপর শুরু হয় উদ্ধারাভিযান। লিফটের ওপরের অংশ কেটে টেনে তোলা হয় এই তিন ভিআইপিকে। সবশেষে বের করে

আনা হয় রাজনাথ সিংকে। সিআরপিএফের সভায় অপ্রত্যাশিত এই ঘটনার কথা ছত্রীসেনাদের সামনে বলেন রাজনাথ সিং। বিষয়টি নিয়ে সিআরপিএফের কর্মকর্তারা দুঃখ

প্রকাশ করেছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট