প্রাণভিক্ষা প্রাথনা করেননি কামারুজ্জামান


শুক্রবার,১০/০৪/২০১৫
793

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ‘প্রাণভিক্ষা চাননি’ বলে বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, “খুব সম্ভব উনি প্রাণভিক্ষা চান নি।”

তিনি জানান, মি. কামারুজ্জামানের ইচ্ছা অনুসারে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আজকে কালকের মধ্যেই এ সম্পর্কে জানতে পারবেন।”

তবে কবে তার ফাঁসি কার্যকর করা হবে সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হন নি।
মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা, তার সেই সিদ্ধান্ত জানতে শুক্রবার সকালে দু’জন ম্যাজিস্ট্রেট কারাগারে গিয়েছিলেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামান

তবে এই ম্যাজিস্ট্রেটরা কারাগারে প্রায় এক ঘন্টা অবস্থানের পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে কিছু বলেননি।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শেরপুর জেলার সোহাগপুর গ্রামে গণহত্যার দায়ে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে বিচারিক আদালতের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রেখেছিল।

এর বিরুদ্ধে তার পুনর্বিবেচনার আবেদনও আপিল বিভাগ খারিজ করে দেয় গত সোমবার।

আপিল বিভাগের এই রায়ের কপি বুধবার কারাগারে পৌছানোর পর তাকে সেদিনই তা পড়ে শোনানো হয়।

সর্বশেষ সুযোগ হিসেবে প্রাণভিক্ষা চাওয়া না চাওয়ার প্রশ্নে তিনি গতকাল তার আইনজীবীদের সাথে পরামর্শও করেছেন।

তবে তার আইনজীবীরা জানিয়েছিলেন, মুহাম্মদ কামারুজ্জামান সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন। কিন্তু কতটা সময় তিনি নেবেন, সেটা তারা পরিস্কার করে বলেননি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট