পুনম পান্ডে বিখ্যাত অভিনেত্রী হেলেন -এর চরিত্রে অভিনয় করবেন


বুধবার,১৫/০৪/২০১৫
909

খবরইন্ডিয়াঅনলাইনঃ     হেলেন’ নিয়ে বলিউডে ফেরত আসছেন বিতর্কিত মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। অর্থাৎ ‘নশা’-র পর আবার বড়পর্দায় ফিরছেন তিনি। এই হেলেন কী সত্তরের দশকের বিখ্যাত ক্যাবরে ডান্সার? এই নিয়ে জিজ্ঞাসা করায় বেজায় চটেছেন পুনম। রেগে গিয়ে জানিয়েছেন সব ‘হেলেন’ সলমন খানের মা নন। তাহলে ‘হেলেন’ আসলে কী? এটা কী হেলেনের উপর তৈরি বায়োপিক? বিষয়টা পরিষ্কার হল কিছুক্ষণ পরই। জানা গিয়েছে, সেলুলয়েডের পর্দার ধরা পড়তে চলেছে বলিউডের ‘পিরিয়ড অব গোল্ডেন টাইমস’। সেইসময়ের গান-নাচ মাতাবে সিনেমাপ্রেমীদের হৃদয়। আর সেই সিনেমার নাম ‘হেলেন’ যেখানে হেলেন সেজে ‘মেহেবুবা মেহেবুবা’, ‘পিয়া তু অব তো আজা’, ‘ও হাসিনা জুলফো ওয়ালি’ ইত্যাদি সুপারহিট গানে তালে কোমর দোলাবেন পুনম পান্ডে। সিনেমাটি পরিচালনা করছেন অজিত রাজপাল ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুরেশ নকুম ও ভিপিন মেধেকর। শোনা যাচ্ছে পুনম নাকি ইতিমধ্যেই হেলেনজীর নাচের ভিডিও দেখে রিহার্সাল শুরু করে দিয়েছেন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট