মাত্র ৯ বছরে দশম ক্লাস পাশ করল আগস্তিয়ার


রবিবার,১৭/০৫/২০১৫
416

খবরইন্ডিয়াঅনলাইনঃ   বিস্ময় বালক আগস্তিয়া জেসবাল, মাত্র নয় বছর বয়সে উতড়ালেন জীবনের সব থেকে প্রথম এবং বড় পরীক্ষায়। তবে শুধু নেহাতই পাশ করার জন্য পাশ নয় ৭৫ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সবার।
হায়দরাবাদের এস.টি হিলস হাই স্কুলের ছাত্র ছোট আগস্তিয়া। আট বছর দশ মাস বয়সে সে বোর্ডের পরীক্ষায় বসে। আজ রবিবার তেলেঙ্গানা বোর্ডের ফলাফল প্রকাশ পায়। ছেলের এই সাফল্য বাবা-মা ও পরিবারের সব সদস্যরা বেজায় খুশি.

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট