বিকাশ সাহাঃ ক্রীড়া ও যুবকল্যান বিভাগের ব্যবস্থাপনায় উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের বেশকিছু ক্লাব সদস্যদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হল। এদিন সোমবার দুপুরে হেমতাবাদ ব্লকের স্বনির্ভর দলের আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্রীড়া সামগ্রী বিতরন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদ সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রেমা শেরপা, হেমতাবাদের বিধায়ক খগেন্দ্র নাথ সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার, ব্লক যুব আধিকারিক গোবিন্দ কিংকর ভট্টাচার্য ও সমাজসেবী মৃত্যুঞ্জয় দত্ত সহ প্রমুখ।
হেমতাবাদে ক্লাব সদস্যদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হল
সোমবার,২২/০৬/২০১৫
458
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: