মধ্যপ্রদেশে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ


বুধবার,০৫/০৮/২০১৫
271

খবরইন্ডিয়াঅনলাইনঃ  মধ্যপ্রদেশের হারদায় মঙ্গলবার রাতে দুইটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১০টি বগি নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

মুম্বাই থেকে বারানসিগামী কামায়নী এক্সপ্রেস ও জাবালপুর থেকে মুম্বাইগামী জনতা এক্সপ্রেস ট্রেন হারদার কাছে মাচাক নদীর উপর একটি ব্রিজে পরস্পর মুখোমুখি হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে হারদা জেলা কর্তৃপক্ষ জানিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের একজন মুখপাত্র বিবিসিকে জানান, ভারি বর্ষণে নদীর জল  বেড়ে গিয়ে রেলপথটি ডুবে গিয়েছিল।

এ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ পর্যন্ত তিন শ’ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে ট্রেন দু’টিতে ঠিক কতজন আরোহী ছিল তা জানা যায়নি বলে  সরকারি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে।

দুর্ঘটনাস্থলে দ্রুত জরুরি মেডিকেল টিম ও উদ্ধারকর্মীরা পৌঁছেছেন বলে রেলমন্ত্রী সুরেশ প্রভু টুইটারে জানিয়েছেন। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট