খবরইন্ডিয়াঅনলাইনঃ শিয়ালদহ বনগাঁ শাখায় দফায় দফায় অবরোধ করছেন মহিলাযাত্রীরা। সকালে বামনগাছিতে রেল অবরোধ করেন মহিলা যাত্রীরা। পাল্টা বিরাটিতে অবরোধ পুরুষ যাত্রীদের। মহিলা স্পেশ্যালে পুরুষ যাত্রী ওঠা নিয়ে গণ্ডগোলের জেরে বিরাটি স্টেশনে রেল অবরোধ পুরুষ যাত্রীদের। সকাল সাড়ে ৮টা নাগাদ ডাউন মাতৃভূমি বনগাঁ লোকালে ১২ বগির দাবিতে বামনগাছি স্টেশনে মহিলা যাত্রীরা রেললাইন অবরোধ করেন। এরপর হৃদয়পুর স্টেশনেও অবরোধ শুরু হয়। পরে অবরোধ উঠে যায়। এরপর মহিলা স্পেশ্যালে পুরুষ যাত্রী ওঠা নিয়ে গোলমালের জেরে বিরাটি স্টেশনে পুরুষ যাত্রীরা অবরোধ করেন। সকাল থেকে দফায় দফায় অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আপ ও ডাউন লাইনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়েছে। চূড়ান্ত নাকাল হচ্ছেন অন্য যাত্রীরা। গত সোমবার মাতৃভূমিতে তিনটি কামরা সাধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল। তারই প্রতিবাদে মহিলা যাত্রীরা বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় খড়দহ স্টেশন চত্বরে। তার দুদিন কাটতে না কাটতেই এবার বারো কামরার দাবিতে বিক্ষোভ।শিয়ালদহ শাখায় মাতৃভূমি স্পেশালকে নয় থেকে বারো কামরার কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্র। ( ছবি প্রতিকী )।
মাতৃভূমি স্পেশাল ট্রেনের দাবিতে বনগাঁ লাইনে সারাদিন যাত্রীদের বিক্ষোভ
বুধবার,১৯/০৮/২০১৫
618
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: