বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস উত্তর দিনাজপুর জেলায়


শনিবার,২২/০৮/২০১৫
608

 বিকাশ সাহাঃ   বৃষ্টির ছোঁয়া পেয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জেলাবাসী। দীর্ঘ চার মাস ধরে প্রচণ্ড তাপ প্রবাহে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দারা অতিষ্ট হয়ে উঠেছিলেন। আমন ধান লাগাতে গিয়ে গড়িমসি করছিলেন কৃষকরা। যারা জল সেচ দিয়ে প্রবল তাপ প্রবাহের মধ্যে ধানের চারা রোপণ করেছিলেন তাঁদের মাথায় হাত পড়ার উপক্রম হয়েছিল। কারণ চারা লাগানোর পর বৃষ্টি না হওয়ায় জমির মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। জমিতে জলসেচ দেওয়ার সামর্থ্য অনেকের ছিলনা সেই সঙ্গে জল সেচ দিতে যা খরচ তাতে ফসল ওঠার পর লাভের মুখ দেখার সম্ভবনা কম ছিল। ফলে বৃষ্টি শুরু হতেই কৃষকদের মুখে হাঁসি ফোঁটার পাশাপাশি অত্যাধিক গরমের হাত থেকে রেহায় পেলেন জেলাবাসী। এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। সেই সঙ্গে কখনও মুশুলধারে আবার কখনও ঝিরঝিরে বৃষ্টির আমেজে মাতোয়ারা জেলাবাসী। RSCN7246

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট