হাতির তান্ডব কোচকুড়া অঞ্চলে, বন কর্মীরা নেই


সোমবার,০৭/০৯/২০১৫
584

খবরইন্ডিয়াঅনলাইনঃ    কোচকুড়া,মাঝমুড়া,শীতলা, সারজোড়া সহ বেশ কয়েকটি গ্রামে রীতিমতো তান্ডব চালাচ্ছে প্রায় চল্লিশটি হাতির একটি দল।হাতির ঐ দলটি বড়জোড়ার জঙ্গল পেরিয়ে নেমে পড়েছে লোকালয়ে।তার জেরে রীতিমতো আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় গ্রামবাসীরা।হাতির তান্ডবে নষ্ট হচ্ছে কয়েকশো বিঘে জমির ফসল ও শষ্য।যদিও গ্রামবাসীদের দাবী হাতির তান্ডবের কথা জানানো হয়েছে বনদফতরে।কিন্তু তা সত্বেও দেখা মেলেনি বনকর্মীদের।এমনকি গ্রামবাসীদের হাতি তাড়ানোর প্রয়োজনীয় হুলা,পটকা মিলছে না গ্রামবাসীদের। এই অবস্থায় সম্পূর্ণ প্রাণের ঝুঁকি নিয়ে হাতি তাড়ানোর উদ্যোগ নিচ্ছেন গ্রামবাসীরা। “বনদফতরে জানিয়েও ফল মেলেনি। অবাধে ধানের জমি নষ্ট করছে হাতি।ক্ষতিপূরণ ও মিলছে না বনদফতরের কাছ থেকে।তাই বাধ্য হয়েই নিজেরাই হাতি তাড়াতে এসেছি”। বন্দফতরের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে চল্লিশটির মতো হাতির একটি দল ঐ এলাকায় ঢুকে পড়েছে।বনদফতরের পক্ষ থেকে হাতি তাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক আশুতোষ মুখ্যোপাধ্যায় জানান “এই এলাকায় হাতি সমস্যা দীর্ঘদিনের।বন দফতরকে বলা হয়েছে”।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট