অচৈতন্য অবস্থায় বিহারের দুই যুবকে উদ্ধার করলো কালিয়াগঞ্জ রেল ষ্টেশনের জিআরপি


মঙ্গলবার,১৫/০৯/২০১৫
640

বিকাশ সাহাঃ    অচৈতন্য অবস্থায় বিহারের দুই যুবকে উদ্ধার করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল ষ্টেশনের জি আর পি। রবিবার দিল্লী থেকে রাধিকাপুর গামী ট্রেন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বিহারের শেখপুরা জেলার বাসিন্দা বিক্রান্ত মাঝি(২৫) ও আরারিয়ার জেলার রামপুর বুধেশ্রী এলাকার বাসিন্দা সোয়েল আহমেদকে(২৬)। বেশ কিছুদিন আগে বিক্রান্ত ও সোয়েল দুজনেই দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিল। বাড়ি ফেরার জন্য দিল্লী-রাধিকাপুর গামী আনন্দবিহার ট্রেনে চাপে তাঁরা। তাঁদের নামার কথা ছিল বিহারের কাটিহার রেল ষ্টেশনে। ট্রেনে আসার সময় এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির সঙ্গে তাঁদের আলাপ হয়। সেই আলাপের খাতিরে অজ্ঞাত পরিচিত ওই ব্যক্তি ট্রেনের হকারের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাওয়ায় তাঁদের। তার কিছুক্ষন পরেই বিক্রান্ত ও সোয়েল জ্ঞান হারিয়ে ফেলে। ট্রেন থেকে খোয়া যায় তাঁদের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইল সহ টাকাপয়সা। রবিবার বিকেলে দিল্লী থেকে ট্রেনটি কালিয়াগঞ্জ ষ্টেশনে পৌঁছলে দুই যুবকের অচৈতন্য হওয়ার ঘটনা রেল পুলিশের নজরে আসে। অচৈতন্য অবস্থায় তাঁদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেলারেল হাসপাতালে ভর্তি করে জি আর পি। এদিন সোমবার সকালে সোয়েল আহমেদ খানিকটা সুস্থ্যবোধ করলেও বিক্রান্ত তন্দ্রাচ্ছন্যের মধ্যে রয়েছে।
কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার প্রকাশ রায় জানান, সোয়েল আহমেদ খানিকটা সুস্থ্য হয়েছে। বিক্রান্ত এখনও তন্দ্রাচ্ছিন্যের মধ্যে রয়েছে। তাঁদের চিকিৎসা চলছে। খুব শিগ্রই তাঁরা সুস্থ্য হয়ে উঠবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট