খবরইন্ডিয়াঅনলাইনঃ সরকারী আবাসন থেকে এক সরকারী কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মৃত সরকারী কর্মীর নাম শুভ্র মিত্র (৪৫)। বাড়ি কোচবিহারের কোতুয়ালী এলাকায়। পূর্ত দপ্তরের কর্মী শুভ্র বাবু রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত সরকারী আবাসনে একাই থাকতেন। এদিন সোমবার সকালে আশেপাশের আবাসনের অন্যান্য বাসিন্দারা শুভ্র বাবুর আবাসনের সামনে দিয়ে যাবার সময় শুভ্র বাবুর ঘরের দরজা খোলা অবস্থায় দেখেন। ঘরের ভেতরে মেঝেতে মৃত অবস্থায় শুভ্র বাবুর দেহ পড়ে থাকতে দেখে অন্যান্য আবাসনের বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ এসে শুভ্র বাবুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত্যু নিশ্চিত হয়েছে, তা জানার পর মৃতদেহ রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সরকারী আবাসন থেকে এক সরকারী কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে
সোমবার,২১/০৯/২০১৫
435
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: