বিকাশ সাহাঃ দিনের পর দিন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে দুষ্কৃতীদের দাপট বেড়েই চলেছে। এদিন রবিবার ভোর রাতে দুষ্কৃতিরা রায়গঞ্জের দেবীনগর এলাকার চৌরঙ্গী মোড়ে স্বর্ণ ব্যবসায়ী ঝন্টু কর্মকারের(৩৬) বাড়িতে ঢুকে গুলি চালালে গুরুতর আহত হন স্বর্ণ ব্যবসায়ী ঝন্টু বাবু। পড়িবারের লোকের ঘোর কাটার আগেই পালিয়ে যায় দুষ্কৃতিরা। স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় ঝন্টু বাবুকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার আরও অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী তদন্তের স্বার্থে এদিন রবিবার সকালে আহত ঝন্টু কর্মকারের বাড়িতে যান। রায়গঞ্জ থানার আইসি গৌতম চক্রবর্তী জানান, ঝন্টু কর্মকারের পেটে একটি ফুটো লক্ষ্য করা গিয়েছে। বাড়ি থেকে কার্তুজের দুটি খালি খোল উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
রবিবার ভোর রাতে রায়গঞ্জে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হলেন স্বর্ণ ব্যবসায়ী
রবিবার,২৫/১০/২০১৫
485
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: