কালিয়াগঞ্জ ও রায়গঞ্জে চাঁদার জুলুম, ক্ষোভ জমচ্ছে ব্যবসায়ী মহলে


বুধবার,০৪/১১/২০১৫
633

বিকাশ সাহাঃ    কালী পূজাকে কেন্দ্র করে চাঁদার জুলুম বেড়ে চলেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে। ক্লাব কর্তাদের দাবী মত চাঁদা না দেওয়ায় এক ট্রাক চালককে মারধোরের ঘটনা ঘটল রায়গঞ্জে। এদিন বুধবার সকালে স্থানীয় ক্লাব কর্তারা রায়গঞ্জের দেবীনগর এলাকায় বালি বোঝায় একটি ট্রাক আটকে ১০১ টাকা চাঁদার রসিদ ধরিয়ে দেয় চালকের হাতে। ট্রাকের চালক মেহেবুব হক ৩০ টাকা চাঁদা দিতে গেলে তা নিতে অস্বীকার করে ক্লাব কর্তারা। এরপরেই ১০১ টাকা চাঁদার দাবীতে ট্রাকের চালককে মারধোর করা হয় বলে অভিযোগ। ট্রাকের চালকের কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেয় বলে ক্লাব কর্তারাদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলে ওই ট্রাক চালক। এই ঘটনার পর রাস্তার উপর ট্রাকটিকে দাঁর করিয়ে রাস্তা অবরোধের করে  ট্রাক চালক ঘটনার প্রতিবাদ জানায়। খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পড়ে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে কালিয়াগঞ্জে চাঁদার জুলুমে অতিষ্ঠ হয়ে উঠেছে কালিয়াগঞ্জবাসী। প্রভাবশালী ক্লাব কর্তাদের চাঁদার জুলুম এতটায় বেড়ে গিয়েছে যে ক্লাব কর্তাদের দাবিমত চাঁদা না পেলে দোকানের সাটার নামিয়ে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি পর্যন্ত দিতে পিছুপা হচ্ছে না তাঁরা, এমনটাই অভিযোগ ব্যবসায়ীদের। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা প্রশাসনের দারস্ত হতে ভয় পাচ্ছেন। পাছে প্রভাবশালী ক্লাব কর্তাদের রোষের মুখে না পড়তে হয়। পূজোর আগে এমন ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন কালিয়াগঞ্জ ও রায়গঞ্জবাসী।       DSCN8170

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট