দুষ্কৃতীদের মুক্তাঞ্চল আবার মেমারী


রবিবার,০৮/১১/২০১৫
738

কুণাল চট্টোপাধ্যায়, বর্ধমানঃ  ঘটনা – ১, ৭ নভেম্বর দুপুরে মেমারী রসুইপুরে একটি ব্যাঙ্কে ভল্ট ভেঙে ১০ লক্ষ টাকা ডাকাতি এবং একজন গ্রাহকের ৩৫ হাজার টাকা ছিনতাই। ঘটনা – ২, ৫ নভেম্বর মেমারী থানা ঘেরাও করলো হাজার তিনেক আদিবাসী, অভিযোগ গত ১৯ অক্টোবর আমোদপুরে এক আদিবাসী গৃহবধূকে জোর পূর্বক ধর্ষণ করে খুনের ঘটনায় ফেরার অভিযুক্তরা।
মেমারী বিভিন্ন সড়ক পথে দামোদর নদী হতে বালি বোঝাই গাড়ি গুলিকে কাগজপত্র দেখার নামে চলে তোলাবাজি, এদিকে মেমারীর একাধিক হোটেল / লজে চলছে অবাধ দেহব্যবস্যা। এই ধরনের নানান অভিযোগ মেমারী থানা এলাকায়। মেমারীর কৃষ্টি সিনেমা হলের পিছনে অবাধে চলছে গাঁজা বিক্রি। পুলিশের তরফে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট