১৪ দফা দাবীর ভিত্তিতে কালিয়াগঞ্জ রেল ষ্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল ডিওয়াইএফআই


শনিবার,১৪/১১/২০১৫
721

বিকাশ সাহাঃ    অবিলম্বে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর অনুমোদিত রেল প্রকল্পের কাজ পুনঃরায় চালু করা সহ ১৪ দফা দাবীর ভিত্তিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল ষ্টেশন চত্বরে অবস্থান বিক্ষোবে সামিল হল ভারতের গনত্রান্ত্রিক যুব ফেডারেশনের( ডি ওয়াই এফ আই) কালিয়াগঞ্জ শহর লোকাল কমিটি। এদিন শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাত শুরু হয় অবস্থান বিক্ষোব। ১৪ দফা দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হল, সকালে রাধিকাপুর হইতে কোলকাতাগামী একটি ট্রেনের ব্যবস্থা করতে হবে। রাধিকাপুর এক্সপ্রেসে সংরক্ষিত আসনের সংখ্যা(বগি) বাড়াতে হবে। কালিয়াগঞ্জ রেল ষ্টেশনে ১ নম্বর প্লাটফর্ম হইতে ২ নম্বর প্লাটফর্মে সংযোগকারী ফুট ওভার ব্রিজ অবিলম্বে তৈরী করতে হবে। ষ্টেশন সংলগ্ন এলাকায় অসামাজিক কাজকর্ম বন্ধ করতে হবে, তথসহ ষ্টেশনে চুরি ছিনতাই বন্ধ করতে হবে। অবিলম্বে রেলের বাতিল করা টিকিটের চার্জ পূর্বের ন্যায় নিতে হবে এবং বর্তমান নির্দেশ বাতিল করতে হবে। কালিয়াগঞ্জ রেল ষ্টেশনে দুটি টিকিট কাউন্টার চালু করতে হবে। রাধিকাপুর পর্যন্ত সব ট্রেন পূর্বের মত চালু করতে হবে। রাধিকাপুর বারসই ১ ঘণ্টা পর পর সাটেল ট্রেন চালু করতে হবে। কালিয়াগঞ্জ ষ্টেশনে এক্সপ্রেস ট্রেন গুলিতে পণ্য বুকিং-এর ব্যবস্থা করতে হবে। রেল সংক্রান্ত রাধিকাপুর ষ্টেশনে কিছুদিন পূর্বে জনসাধারণের সুবিদার্থে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনকারীদের বিরুদ্ধে রেলের মামলা প্রত্যাহার করতে হবে। অবস্থান বিক্ষোব শেষে সংগঠনের পক্ষ থেকে ষ্টেশন মাস্টারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এদিনের অবস্থান বিক্ষোবে উপস্থিত ছিলেন, ভারতের গনত্রান্ত্রিক যুব ফেডারেশনের কালিয়াগঞ্জ শহর লোকাল কমিটির সভাপতি সুজয় সাহা, সম্পাদক অসিত রঞ্জন দাস, কাউন্সিলার গনেন্দ্র শঙ্কর মজুমদার, প্রাক্তন যুব নেতা সুদীপ চন্দ, এস এফ আই-এর জেলা সভাপতি গোপাল দাস সহ প্রমুখ।DSCN8170

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট