মোল্লা জসিমউদ্দিনঃ শনিবার সকালের দিকে বর্ধমান রেল স্টেশনে ডিজেল শেড এলাকা থেকে ৫ জন দাগী দুষ্কৃতীদের গ্রেফতার করল বর্ধমান জিআরপি। জিআরপি ওসি ডি চ্যাটার্জি জানালেন, এরা বর্ধমানের শিল্পাঞ্চল দাগী দুষ্কৃতী হিসেবে চিহৃত। এই দুষ্কৃতীরা এইদিন ডাকাতির উদ্দেশ্যে জোড় হয়েছিল বলে জিআরপি সূত্রের প্রকাশ। ধৃত ব্যক্তিদের বর্ধমান জেলা আদালতে সিজিএম সেলিম আহমেদ আনসারি এজলাসে পেশ করা হয়। ( ছবিঃ কুণাল চট্টোপাধ্যায় ) ।
বর্ধমান জিআরপি দাগী দুষ্কৃতী ধরল
শনিবার,২৮/১১/২০১৫
561

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: