বালুরঘাট থেকে বিএসএফ উদ্ধার করল কচ্ছপের দেহাংশ


বুধবার,০২/১২/২০১৫
638

 পরিতোষ বর্মণঃ   বাংলাদেশে পাচারের আগে প্রায় ৩২ কেজি মৃত কচ্ছপের দেহাংশ উদ্ধার করলো বিএসএফ। গত ৩০শে নভেম্বর রাতে বালুরঘাট থানার কুমারগ্রাম বিওপি এলাকা থেকে মৃত কচ্ছপের দেহাংশ গুলি উদ্ধার করে বিএসএফ জওয়ানরা। যদিও এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ। উদ্ধার হওয়া দেহাংশের বাজার মুল্য প্রায় ২২ লক্ষ টাকা বলে জানা গেছে। উদ্ধার হওয়া কচ্ছপের দেহাংশ বাংলাদেশ হয়ে চিনে পাচার হতো বলে বিএসএফের প্রাথমিক অনুমান। জানা গিয়েছে, গত ৩০শে নভেম্বর কুমারগ্রাম বিওপি এলাকায় সীমান্তে প্রহরারত জওয়ানরা কয়েকজন পাচারকারীকে বস্তায় করে কিছু নিয়ে যেতে দেখে। সে সময় পাচারকারিদের পিছু নেয় বিএসএফ জওয়ানরা। জওয়ানদের দেখে বস্তা ফেলে পালিয়ে যায় পাচারকারির দল। এরপরেই বস্তা থেকে উদ্ধার হয় প্রায় ৩২ কেজি মৃত কচ্ছপের দেহাংশ। বুধবার পতিরাম বিএসএফ হেড কোয়ার্টারে সাংবাদিক সম্মেলন করেন ১৯৯ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট জীতেন্দ্র বিঞ্জি। তিনি জানান, এই প্রথম দক্ষিণ দিনাজপুরে মৃত কচ্ছপের দেহাংশ উদ্ধার হল। এর আগে এত দেহাংশ এক সঙ্গে উদ্ধার হয়নি। উদ্ধার হওয়া কচ্ছপের দেহাংশ গুলো বন দফতরের হাতে তুলে দেওয়া হবে জানা গিয়েছে।  Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট