বালুরঘাট এলাকা থেকে শিশু শ্রমিক উদ্বার করল সেচ্ছাসেবী সংস্থা


বৃহস্পতিবার,০৩/১২/২০১৫
685

পরিতোষ বর্মণঃ    চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও সেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের উদ্যোগে গতকাল বিকেলে বালুরঘাট পৌর এলাকার বেশ কয়েকটি নামি দামি হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে হানা দিয়ে ১৪ বছরের কম বয়সী ছয় জন শিশু শ্রমিক উদ্ধার করলো। উদ্ধার হওয়া শিশু শ্রমিকদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের বাড়ি মালদা ও বাকিদের বালুরঘাট ও তপনে ব্লকের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। আজ তাদের চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে তোলা হবে। সেখানেই স্থির করা হবে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে না হোমে রেখে পড়াশুনার ব্যবস্থা করা হবে। কারন উদ্ধার করা কিশোরদের মধ্যে দু’জন অনাথ আর বাকিরা খুবই দুঃস্থ পরিবারের বলে জানা গেছে।
চাইল্ড লাইনের কো অডিনেটর সুরোজ দাস জানিয়েছেন, শিশু শ্রমিক বন্ধ করতে প্রতি মাসে মাসে বালুরঘাট সহ জেলার বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে হানা দেওয়া হবে। এর পাশাপাশি ওই সব দোকান মালিকদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে যাচ্ছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বলে তিনি জানান।Paritosh Barman_photo

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট