দক্ষিণ দিনাজপুরে জেলা শাসক ভবনের সামনে বিজেপি’র আইন অমান্য


সোমবার,২১/১২/২০১৫
522

পরিতোষ বর্মণঃ    রাজ্যের আইন শৃঙ্খলা অবনতি, বিজেপি কর্মীদের উপর মিথ্যে মামলা সহ একাধিক দাবিতে আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি জেলা শাসক ভবনের সামনে আইন অমান্য আন্দোলন কর্মসূচী পালন করলো। দুপুর একটা দুটো নাগাদ জেলা বিজেপির কার্যালয় থেকে মিছিল করে জেলা শাসক ভবনের সামনে জমায়েত হয়। তারপর সেখানে আইন অমান্য আন্দোলন কর্মসূচী পালন করেন। মিছিল ও আইন আন্দোলন কর্মসূচীরর নেতৃত্ব দেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি সাকিল আনসারি,  নান্টু দাস,যুব মোর্চার সাধারণ সম্পাদক  শ্যামচাঁদ ঘোষ সহ জেলা নেতৃত্বরা। কোন রকম অপ্রিতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। মালদা থেকে নিয়ে আসা হয়েছিল জলকামান। ডাকা হয়েছিল বিএসএফ জওয়ানদের।  তিনটি ব্যারিকেটের মধ্যে একটি ভেঙে জেলা শাসক দফতরের ভেতরে ঢুকতে গেলে পুলিশ আটকে দেয়।  ঘটনা মোট ১০ হাজার বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করে তাদের নিঃশর্ত জামিন দেওয়া দেন ম্যাজিস্ট্রেট সুব্রত মোহন্ত।
জেলা বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তী জানান, রাজ্য সরকারে বিভিন্ন দূর্নীতি বিরুদ্ধে আজকের আইন অমান্য আন্দোলননের ডাক দেওয়া হয়েছিল, তা সফল হয়েছে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট