লিভারপুল ড্র করলো


রবিবার,১০/০১/২০১৬
748

খবরইন্ডিয়াঅনলাইনঃ    ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত লিগ কাপে ব্র্যাড স্মিথের গোলে পরাজয় এড়িয়েছে লিভারপুল। তৃতীয় রাউন্ডের  প্রথম লিগের ম্যাচে এক্সেটার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ‘অল রেড’রা।

শুক্রবার রাতে এক্সেটার সিটির মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। নবম মিনিটে টম নিকোলাস গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের।

অবশ্য এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি এক্সেটার সিটির। তিন মিনিট পরেই জেরোমি সিনক্লেয়ারের গোলে সমতায় (১-১) ফেরে লিভারপুল।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে লি হলমেসের গোলে আবার এগিয়ে (২-১) যায় এক্সেটার সিটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। এরই মাঝে ম্যাচের ৭৩ মিনিটে অতিথিদের সমতায় (২-২) ফেরান ব্র্যাড স্মিথ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলেই ড্র হয় ম্যাচটি।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট