প্রশ্নের মুখে প্রধানমন্ত্রীর নিরাপত্তা। আজ নয়াদিল্লির বিজয় চক দিয়ে যখন নরেন্দ্র মোদি যাচ্ছিলেন, সেই সময় তাঁর কনভয়ের গাড়ি লক্ষ্য করে ফুলের টব ছোড়েন এক মহিলা। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নরেন্দ্র মোদি গাড়ি লক্ষ্য করে ফুলের টব
বৃহস্পতিবার,২৮/০১/২০১৬
355
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: