“ডিজিটাল পেমেন্ট” – এ নাইড এর উদ্যোগ


সোমবার,০৩/০৭/২০১৭
1730

ন্যাশনাল ইনস্টিটিউট অফ্ ডিজিটিাল এডুকেশন, এটি একটি কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র হিসাবে পরিচিত। এই প্রশিক্ষন কেন্দ্রটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তার সহকারী প্রশিক্ষন কেন্দ্র-এর মাধ্যমে সাধারন মানুষের মধ্যে ‘ডিজিটাল পেমেন্ট’ সিস্টেম সম্পর্কে বিভিন্ন কর্মশালার মাধ্যমে প্রচার অভিযান চালাচ্ছে। এই বিষয়ে নাইড এর চেয়ারম্যানকে বিষদ জানতে চাওয়া হলে তিনি বলেন “ সমস্ত ভারতবর্ষ জুড়ে ৫০০ ও ১০০০ টাকা বাজেয়াপ্ত করার পিছনে ভারত সরকারের বিভিন্ন উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হল “ ডিজিটাল পেমেন্ট সিস্টেম” চালু করা।

আর আমাদের প্রশিক্ষন কেন্দ্রের নামের মধ্যেই তো “ডিজিটাল” শব্দটি আছে। সুতরাং এই ‘ডিজিটাল পেমেন্ট’ সম্পর্কে সর্ব সাধারণকে জানানোর আমাদের একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি। তিনি বলেন পশ্চিমবঙ্গের তাদের কুড়িটির ও বেশি সহযোগী প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে এই কর্মশালা শুরু করা হয়েছে। আমরা সাধারণত যে বিষয়গুলি সাধারন মানুষকে বোঝানোর চেষ্টা করছি তা হল – ডিজিটাল পেমেন্টর গুরুত্ব, ইন্টারনেট কী? , ডিজিটাল পেমেন্ট কী? , ক্যাসলেস পেমেন্ট কী?, প্লাসটিক মানী বোলতে কী বুঝি? , মোবাইল এ্যাপ কী? , কীভাবে ডিজিটাল পেমেন্ট করার হয়? , ডিজিটাল পেমেন্ট এর সুবিধা কী?এবং কেও যদি ডিজিটাল পেমেন্ট তার ব্যবসার বা নিজস্ব ক্ষেত্রে ব্যবহার করতে চায়। তারও ব্যবস্থা করে দেওয়া। এই সমস্ত সার্ভিসটি সম্পূর্ণ বিনামূল্যে । তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যে কেও এই বিষয়ে সাহায্যের জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন www.nideindia.in  (or) এই লিঙ্কএ   Click Here

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট