রাস্তা খারাপ হওয়ায় জমে থাকার জন্য মর্মা‌ন্তিক গাড়ী দুর্ঘটনা


শনিবার,২১/১০/২০১৭
691

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল – মুর্শিদাবাদ: শীতের প্রকপ দেখা দিবে মনে হচ্ছে দুই তিনদিন অবিরাম বৃষ্টির কারণে তবে মানুষ অবিরাম বৃষ্টির কারনে মানুষ বিরক্ত হয়ে উঠেছে । বেশ দুই তিন দিন ধরে অবিরাম বৃষ্টি ঝরে চলেছে তাই রাস্তায় জল জমে থাকছে বিভিন্ন স্থানে আর যেখানে রাস্তা খারাপ ছিলো সেই সকল স্থানে রাস্তার বেহাল দশা এখন। সেই মত বেলডাঙ্গা থেকে আমতলা যাওয়ার পথে বেগুনবাড়ি পেরিয়ে আমতলা যাওয়ার রাস্তায় পরে স্বরূপ নগর । এই স্বরূপ নগর রাস্তার পাশে একটি মাদ্রাসা ও তার পাশে একটি পুকুর রয়েছে ঠিক সেই স্থানের রাস্তা টির বেহাল দশা দীর্ঘ দিন ধরে ।একটু বৃষ্টি হলেই জল জমে যায় ।রাস্তায় আসা যাওয়া করা খুব কঠিন হয়ে পড়ে । তাই কোনো সময় গ্রামের মানুষ ও ছেলেরা পয়সা তুলে তা মেরামতের চেষ্টা করেছিলো কিছুদিন আগে ।আবার এখন আগের মত অবস্থায় এখন কেননা একটি পুকুরে কিছু ইট দিয়ে বোঝানো যায়না ।আর হে রাস্তায় মানুষ বা হালকা গাড়ি যাতায়াত জরা কঠিন সেখানে পাথর বোঝায় গাড়ি গেলে কি অবস্থা হবে সকলের জানা আছে ।সেই মত একটি পাথর ভর্তি ট্রাকের অবস্থা দেখা দিয়েছে উল্টিয়ে গিয়েছে । এই এলাকাটি বেলডাঙ্গা 2 রেজিনগর বিধান সভার এলাকা বলে জানা যাচ্ছে।তাই এলাকা বাসীর আবেদন যদি এই খারাপ রাস্তাটি যদি দ্রুত সরানো হয় তাহলে এই দুর্ঘটনার হাত থেকে মানুষ রেহাই পাবে।নইলে বড়ো রকমের দুর্ঘটনা ঘটতে পারে।

‌নি‌চে দুর্ঘটনার ভি‌ডিও

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট