বাংলা ভাষা জানার জন্য বিদেশিরা ভারতে আসছেন


বৃহস্পতিবার,২৮/১২/২০১৭
519

সত্য‌জিৎ মন্ডল: আমরা বাঙালীরা বাংলা ভাষাতে কথা বলতে যখন অনীহা বোধ করি, সংকোচ করি যদি বাংলাতে কথা বলি তাহলে পাশের শিক্ষিত লোকটি আমাকে নিয়ে হাসাহাসি করবে, কিংবা ইংরাজী বা বিদেশী ভাষাতে যদি কথা না বলি তাহলে চাকরি পাওয়া মুশকিল তখন ভারতীয় কৃষ্টি কালচার, ভাষা জানার জন্য বিদেশিরা ভারতে আসছে। আমাদের কলকাতাতে থেকে বাংলা ভাষা চর্চা করছে। সারা বিশ্বে বাংলা যে পঞ্চম বা ষষ্ঠ স্থানে আছে তা নিয়ে গর্ব করছে। বাংলার কৃষ্টি-কালচার, ভাষা যে তাঁদের কতটা আবেগের তা প্রকাশ করছে।

আলিয়া বিশ্ববিদ্যালয়ে ২৭শে ডিসেস্বর একটি International Workshop এ হোন্ডারিয়া, রোমানিয়া, সাউথ কোরিয়া, মেক্সিকো থেকে আগত Marbyn Roberto Molina Claros, Claudio Elena Sotir, Kim Jin Gap, Damaris Arely Aragon Santos রা বাংলা ভাষা সম্পর্কে বাংলা ভাষাতে বক্তব্য রাখলেন। তার এক ঝলক বাংলা এক্সপ্রেসের দর্শকের জন্য।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট