মেঘে ঢাকা তারা’ র স্মরণে-‘পদ্মশ্রী’ সুপ্রিয়া দেবী


শুক্রবার,২৬/০১/২০১৮
878

আটষট্টিতম প্রজাতন্ত্র দিনের সূর্য সকালে বাংলা সংস্কৃতির পদ্মবনে আর একটি পদ্ম খসে পড়লো মৃণাল থেকে…প্রয়াতা হলেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রখ্যাত অভিনেত্রী ‘পদ্মশ্রী’ সুপ্রিয়া দেবী…তারাটি ঢাকা পড়লো মেঘের আড়ালে । ১৯৫২ সালে মহানায়ক উত্তমকুমারের সঙ্গে ‘বসু পরিবার’ ছায়াছবিতে অভিনয় করে সিনেমা জগতে তার প্রথম পা ফেলা । তারপর দীর্ঘ ছেষট্টি বছরে ‘সোনার হরিণ’, ‘বাঘবন্দী খেলা’, ‘চৌরঙ্গী’, ‘বনপলাশীর পদাবলী’, ‘সন্ন্যাসী রাজা’, ‘দেবদাস’, ‘দুই পুরুষ’ এমন একের পর এক কালজয়ী মাইলস্টোন পেরিয়ে যাওয়া ।

অভিনয় জীবনে পঁয়তাল্লিশটি ছায়াছবিতে তিনি কৃতিত্বের ছাপ রাখেন । এছাড়া দূরদর্শনের কিছু ধারাবাহিকেও মন কাড়া অভিনয় করেন এই প্রগতিশীল মননের শিল্পী । এমন ‘বঙ্গবিভূষণ’ এর জীবন অবসানে বাংলা সিনেমার জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল । শুধু চলচ্চিত্র নয় আমাদের প্রাত্যহিক জীবনধারার অঙ্গ হিসেবে আর পাঁচজন বাঙালী মেয়ের মতো রান্না শিল্পেও তিনি বেশ পারদর্শী ছিলেন । আপামর বাঙালীর মনে বেণুদি চিরদিনই ভালোবাসার এক পাকাপাকি আসনে বিরাজ করবেন । তার অবিনাশী আত্মার চিরশান্তি কামনা করি ।

…..রক্তকরবী ॥

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট