বাংলা এক্সপ্রেস: শনিবার T20 শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে T20 সিরিজেও জয় লাভ করলো টিম ইন্ডিয়া। ভারতীয় দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে। অপরদিকে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা। ২৭ বলে ৪৩ রান করে ম্যাচের সেরা হয় সুরেশ রায়না, ঝুলিতে আছে সাথে একটি উইকেটও। অন্যদিকে, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে বাছা হল ভুবনেশ্বর কুমারকে। তাঁর নাকল বল, স্লোয়ার বলের সামনে ধরাশায়ী হয়ে গেল প্রোটিয়া বাহিনী।
দিগ্বিজয়ী ভারত:
রবিবার,২৫/০২/২০১৮
1511

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code: