সৌদি আরবে ৩৫ বছর পর আবার চালু হবে সিনেমা হল


শুক্রবার,০৬/০৪/২০১৮
694

খবর সুদীপ্ত রায়ঃ
৩৫ বছর পর সৌদি আরবে আবার চালু হবে সিনেমা হল। সৌদি আরবের মানুষজন শেষ সিনেমা দেখেছে ১৯৭০ এর দশকে। এরপর দেশটির কট্টরপন্থী ইসলামিক নেতাদের চাপে সিনেমা হল গুলো বন্ধ হয়ে যায়। ৩৫ বছর ধরে সেখানে কোনো সিনেমা হল নেই। সম্প্রতি সিনেমা হলের উপর নিষেধাঞ্জা তুলে নিয়েছে ওখানকার রাজ পরিবার। এই বিশাল বিরোতির পর এপ্রিল মাসের ১৮ তারিখে রিয়াদে চালু হচ্ছে দেশটির প্রথম সিনেমা হল। আগামী পাঁচ বছরে পনরোটি সৌদি শহরে চল্লিশটি সিনেমা হল চালু করার সিধান্ত রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট