সারা দেশের সাথে উত্তর দিনাজপুরে ও পালিত হল যোগদিবস


শুক্রবার,২২/০৬/২০১৮
390

বাংলা এক্সপ্রেস---

আন্তর্জাতিক যোগ দিবস। সারা বিশ্ব যুড়ে যোগ ব্যাম এর মধ্য পালন করা হচ্ছে। সারা দেশের সাথে তাল মিলিয়ে আজ উত্তর দিনাজপুর জেলা জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এই যোগ দিবসে কচিকাচা থেকে শুরু করে সকল বয়সের লোকের বিভিন্ন যোগ শিবিরে অংশ গ্রহন করে। জেলার কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর  সহ প্রতিটি ব্লকেই বিভিন্ন সংস্থা তরফ থেকে যোগ শিবিরের আয়োজন করা হয়। সারা বছর যে যা করুক না কেন ২১ শে জুন আন্তরর্জাতিক যোগ দিবসের দিনে সবাই যোগ শিবিরে অংশ গ্রহণ করে। শরীর ও মন কে ভালো রাখতে যোগ অবস্যই করা উচিত তার সাথে সাথে প্রতিদিন নিয়ম অনুসারে যোগ করলে কি কি সুবিধা পাওয়া যায় সেই সব বিষয়ে আলোচনা হয়।

এদিনের যোগ দিবসের দিনে কচিকাচা থেকে শুরু করে সব বয়সের মানুষের উৎসাহতা ছিল ভালোই প্রতিটি যোগ শিবিরেই।এছাড়া কালিয়াগঞ্জের মহাবির ভবনে সকাল 6 টা থেকেই পতঞ্জলির উদ্যোগে যোগ দিবস পালন করা হয় ।যেখানে পাঁচ থেকে পঞ্চাশ সকল বয়সি মানুষদের যোগ শিবিরে অংশ গ্রহণ করতে দেখা যায় ।আজ সকাল থেকেই উত্তর দিনাজপুর সহ বহু জায়গায় শান্তি পূর্ণ ভাবে যোগ দিবস পালন করা হয় ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট