পুরসভার রাস্তা কিন্তু পঞ্চায়েতের থেকেও খারাপ


শুক্রবার,০৩/০৮/২০১৮
626

সুমন করাতি---

পুরসভার রাস্তা কিন্তু পঞ্চায়েতের থেকেও খারাপ। একটু বৃষ্টিতে জল কাঁদা হয়ে চলাচলের অযোগ্য হয়ে ওঠে,কাঁদার হাত থেকে বাঁচতে খাপছারা ভাবে ঝামা ইট ফেলেছিল পুরসভা।তার উপর দিয়ে গাড়ি চলাচল করে রাস্তার অবস্থা আরো খারাপ হয়েছে।প্রায় দিনই দূর্ঘটনায় পরছেন পথচারী থেকে সাইকেল বাইক আরোহি। ১৮ নং ওয়ার্ডের বৈদ্যবাটি স্টেশন সংলগ্ন রাম মোহন সরণি প্রায় দের কিমি রাস্তার এমনই বেহাল অবস্থা।সংস্কারে র দাবীতে একাধিকবার সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।কাউন্সিলর থেকে পুর প্রধানকে একাধিকবার বলা হয়েছে, কাজের কাজ কিছুই হয় নি।রাস্তার বেহাল দশার পাশাপাশি কোনো নিকাশি না থাকায় বর্ষায় আরো ভোগান্তির আশঙ্কায় দিন গুনছেন বাসিন্দারা।

পুর প্রধান অরিন্দম গুইন বলেন,এটা দীর্ঘদিনের সমস্যা,ক্ষমতায় আসার পর আমরা স্পেশাল ফান্ড এনে কাজ করি।কিন্তু আমরুত প্রকল্প ও কে এম ডব্লিউ এস এর পাইপ লাইন বসানোর কাজ হওয়ায় রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়।এখন পুরসভা ঝামা ফেলেছে। বর্ষা মিটলে ঢালাই রাস্তা করে দেওয়া হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট