সারা ভারত পরিবহন ধর্মঘটে কিছুটা প্রভাব পড়েছে হাওড়া গ্ৰামীন এলাকাতেও


মঙ্গলবার,০৭/০৮/২০১৮
421

আক্তরুল খাঁন---

হাওড়া: কেন্দ্র সরকার মোটর ভেহাক্যাল অ‍্যাক্ট অ‍্যামেন্ডমেন্ট বিল। রাজ্যসভায় নিয়ে এসেছে যা আগেয় লোকসভায় পাস হয়ে গেছে।এই বিল আইনে পরিণত হলে পরিবহন শ্রমিক দের উপর লান্ড হবে দানবীয় আইন। দেশে কৃষির পর পরিবহন শিল্পের উপর ৫ কোটি মানুষের জীবিকা। নতুন আইনে একজনকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে নুন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। অর্থাৎ একজন অল্প শিক্ষিত পরিবহন শ্রমিক আর ড্রাইভিং লাইসেন্স করতে পারবেনা। যারা মাধ্যমিক পাশ না ড্রাইভিং করছে তাদের ভবিষ্যৎ বিপন্ন। গাড়িতে কোনো দূর্ঘটনা ঘটলে সমস্ত দায় ড্রাইভারকে নিতে হবে। দূর্ঘটনায় মৃত্যু হলে ৩ থেকে ৭ বছর জেল ও ৩ লক্ষ টাকা জরিমানা হবে।

পুলিশের হাতে অবাদ ক্ষমতা দেবে এই বিল। জেলা ভিত্তিক R,T,A তুলে দিয়ে অন্য সংস্থার হাতে তুলে দেবে সরকার।বাড়বে লাইসেন্স ফ্রি,সরকারি পরিবহন সংস্থা থাকবেনা।উলা উবের মতো সংস্থা বাস চালাবে।ট্রাম ড্রাইভারদের ও লাইসেন্স দিতে হবে বলে শোনা যাচ্ছে।তারই প্রতিবাদে আজ সারাভারত পরিবহন সংস্থা ধর্মঘটে নেমেছে। কিছুটা প্রভাব পড়েছে হাওড়া জেলার গ্ৰামীন এলাকাতেও। এমনই একটি চিত্র ধড়া পড়েছে আমতা বাসষ্ট্যান্ডে।যে সমস্ত বাস শহর কলকাতায় যায় তাদেরকে আজ চালাতে দেখা যাচ্ছে না। যদিও কিছু গাড়ি সকালের দিকে চালিয়েছে তাদেরকে ৬ নং জাতীয় সড়কে ও ধূলাগড়ীতে আটকে দেয়।চরম দুর্ভোগের মধ্যে পড়েছে নৃত্য যাত্রী থেকে স্কুল পড়ুয়ারা সাধারণ মানুষ সকলেই।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট